Adhunik Itihas

The world's knowledge

নেপোলিয়ন বোনাপার্টের জীবনী

নেপোলিয়ন বোনাপার্ট

ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এর জীবনী প্রসঙ্গে তাঁর জন্ম, জন্মস্থান, মাতা পিতার নাম, সামান্য সৈনিক থেকে উত্থান, অভ্যন্তরীণ সংস্কার, নেপোলিয়নের ভূমিকা বা অবদান, শেষ যুদ্ধ, সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন ও তাঁর পতন সম্পর্কে জানবো।

সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের জীবনী

নেপোলিয়ন বোনাপার্টের পরিচয়.

ইতিহাসে এমন অনেক মহাযোদ্ধার কাহিনী লিপি বদ্ধ আছে, যারা নিজেদের বীরত্ব কৌশল ও নির্ভীক ভাবনার জন্য নিজেদের নাম ইতিহাসের অমরত্বের পাতায় লিখে রাখেন। নেপোলিয়ন বোনাপার্ট সেইরকম একজন যোদ্ধা যিনি কখনো হার মানেন নি।

সূচনা:- ইতিহাসে নেপোলিয়ন বোনাপার্টের মত খুব কম শাসকই খুব দ্রুত উত্থান করে আবার নিমেষেই পতনের স্বীকার হয়েছেন। আধুনিক যুগের সূচনাও হয়েছে নেপোলিয়নের উত্থান -এর মধ্য দিয়ে। ফরাসী হিসেবে তিনি যে সাফল্য দেখিয়েছেন তা সত্যিই মহৎ। তবে তার সাফল্য যে বেশিদিন স্থায়ী হয়নি তা ইতিহাসের আরেক বিস্ময়। ১৭৯৯ খ্রিস্টাব্দ থেকে ১৮১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ছিলেন ফ্রান্সের ভাগ্যনিয়ন্তা। অনেকের কাছে তিনি ‘ ফরাসি বিপ্লব -এর জাগ্ৰত প্রতিমূর্তি’ – ফ্রান্স ও ইউরোপ -এর মুক্তিদাতা’। আবার অনেকের কাছে তিনি ‘বিপ্লবের সংহারক’, ‘বিপ্লবের দানব’, ‘নরকের আবর্জনা’। এইসব পরস্পর বিরোধী মতাদর্শ সত্ত্বেও একথা নিঃসন্দেহে বলা যায় যে, নেপোলিয়ন বোনাপার্ট এক অসাধারণ ব্যক্তিত্ব, যার আবির্ভাব ফ্রান্স ও ইউরোপের ইতিহাসকে নতুন যুগে পৌঁছে দিতে সক্ষম হয়।

নেপোলিয়ন বোনাপার্টের জন্ম পরিচয়

প্রচলিত তথ্য অনুযায়ী ফরাসি জাতির নায়ক নেপোলিয়ন বোনাপার্ট ১৭৬৯ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট ইতালি র কর্সিকা দ্বীপের ক্ষুদ্র অংশ অ্যাজাকসিওতে এক দরিদ্র অথচ সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল কার্লো বোনাপার্ট ও মাতার নাম ছিল লেটিজিয়া বোনাপার্ট। নেপোলিয়ন বোনাপার্টের জন্মের কিছু পূর্বে কর্সিকা দ্বীপটি ফরাসী সাম্রাজ্য -এর অন্তর্ভুক্ত হয়। ফলে জন্মগতভাবেই তিনি ছিলেন ফরাসী নাগরিক।

napoleon bonaparte biography in bengali

বাল্যকাল ও পিতৃহারা নেপোলিয়ন বোনাপার্টের প্রাথমিক সামরিক জীবন

নেপোলিয়ন ছিলেন অত্যন্ত চৌকস ও মেধাবী একজন ছাত্র। ইতিহাস, অঙ্ক, যুদ্ধবিজ্ঞান ও সমকালীন দার্শনিকদের লেখার প্রতি তাঁর বিশেষ ঝোঁক ছিল। ষোল বছর বয়সে তিনি পিতৃহারা হলে পড়াশুনা ত্যাগ করতে বাধ্য হন। এরপর অর্থনৈতিক সংকটে পড়ে নেপোলিয়ন বোনাপার্ট একজন সামান্য সৈনিক হিসেবে ফরাসী সামরিক বাহিনীতে যোগ দেন।

প্রাথমিকভাবে তুলোঁ সমুদ্র বন্দর থেকে ব্রিটিশদের বিতাড়িত করতে জোরালো ভূমিকা রেখে তিনি অসামান্য সামরিক খ্যাতি অর্জন করেন। এরপর তিনি ১৭৯৫ খ্রিস্টাব্দে ফ্রান্সে রাজতন্ত্রীদের বিদ্রোহ দমন করে জাতীয় মহাসভা কে রক্ষা করেন। ডাইরেক্টরির শাসনকালে তিনি ইতালি অভিযানের সেনাপতি নিযুক্ত হন। ইতালি অভিযানের সাফল্যই তাকে খ্যাতি ও গৌরবের শীর্ষে নিয়ে যায়। ১৭৯৬ খ্রিস্টাব্দে এক সেনানায়কের বিধবা পত্নী যোসেফাইনকে বিবাহ করে তিনি ফরাসি সমাজে প্রতিষ্ঠিত হন।

নেপোলিয়ন বোনাপার্টের কনস্যুলেটের শাসন

১৭৯৯ খ্রিস্টাব্দে নেপোলিয়ন দুর্নীতিপরায়ণ ডাইরেক্টরির পতন ঘটিয়ে ফ্রান্সে কনস্যুলেট শাসন ব্যবস্থা নামে এক নতুন শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। সংবিধান মতে পুরো শাসনের প্রধান হিসেবে থাকেন তিনজন কনসাল। অ্যাবে সিয়েস, রজার ডুকাস এবং নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন এই কনস্যুলেটের তিন প্রধান। নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন সর্বময় ক্ষমতার অধিকারী। নেপোলিয়নের সংবিধানের মূলমন্ত্র ছিল “কর্তৃত্ব উপর তলার আর আস্থা নিচু তলার”। মূলত সাম্য মৈত্রী স্বাধীনতার স্থলে নেপোলিয়ন বোনাপার্ট একটি স্বৈরাচারী প্রবণ একনায়কের ভূমিকায় অবতীর্ণ হন। এইভাবেই ফ্রান্স তথা ইউরোপের ইতিহাসে শুরু হয় ‘Age of Napoleon’ বা ‘নেপোলিয়নের যুগ।

নেপোলিয়ন বোনাপার্টের বিদেশ নীতি

ফ্রান্স বিরোধী ইংল্যান্ড , অস্ট্রিয়া , রাশিয়া মিলে জোট গড়ে উঠলে প্রাথমিকভাবে  ১৭৯৯ খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্ট অস্ট্রিয়া আক্রমণ করে তা দখল করে নেন। এরপর ইতালিও দখল করতে সমর্থ হন।

অস্ট্রিয়ার সম্রাট দ্বিতীয় ফ্রান্সিসকে চুক্তি করতে বাধ্য করান। কৌশলে রাশিয়াকেও জোট থেকে বের করে নিয়ে আসেন। ইংল্যান্ড আক্রমণ করা সহজ হবেনা ভেবে নেপোলিয়ন বোনাপার্ট আপাতত বড় যুদ্ধে যাওয়া থেকে বিরত থাকেন। ইংল্যান্ড অ্যামিয়েন্সের চুক্তির মাধ্যমে ফ্রান্সের কর্তৃত্ব মেনে নেয়। অবশ্য এই চুক্তি বেশিদিন স্থায়ী হয়নি, ১৮০৩ খ্রিস্টাব্দেই আবার ফ্রান্স-ইংল্যান্ড যুদ্ধ শুরু হয়ে যায়।

নেপোলিয়ন বোনাপার্টের সংস্কার

নেপোলিয়ন বোনাপার্ট শুধু একজন বিজেতাই ছিলেন না, বরং শাসক হিসবেও ছিলেন দক্ষ। অভ্যন্তরীণ ক্ষেত্রে তিনি যে সংস্কার ও উন্নতি সাধন করেন তার জন্যই পৃথিবীর ইতিহাসে তাঁর নাম অমর হয়ে আছে। তার প্রধান প্রধান সংস্কার নিয়ে নিম্নে সংক্ষেপে আলোকপাত করা হল –

  • প্রথমত: অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে তিনি কেন্দ্রীভূত শাসন প্রণালী বাস্তবায়ন করেন। ফলে সমগ্র রাজ্য জুড়ে তার কর্তৃত্ব স্থাপন সম্ভব হয়।
  • দ্বিতীয়ত: তিনি সরকারি ব্যয় সংকোচন করেন এবং বিভিন্ন কর বাজেয়াপ্ত করে আধুনিক কর ব্যবস্থা চালু করেন। ১৮০০ খ্রিস্টাব্দে তার হাত ধরে ব্যাংঙ্ক অব ফ্রান্স প্রতিষ্ঠিত হয় এবং সর্বপ্রথম কাগজের মুদ্রা প্রচলিত হয়।

napoleon bonaparte biography in bengali

  • তৃতীয়ত: তিনি অগোছালো আইন ব্যবস্থাকে একটি নতুন রূপ প্রদান করেন, যা ‘ কোড নেপোলিয়ন ’ নামে পরিচিত। তিনি নিজেই বলেন যে, ‘আমার গৌরবের মধ্যে কিছু যদি চিরস্থায়ী হয়, তাহলে তা হবে আমার আইনবিধি’।
  • চতুর্থত: তিনি ধর্ম নিরপেক্ষতার নীতি বজায় রাখেন এবং ক্যাথলিক-প্রোটেস্টান্ট দ্বন্দ্ব প্রশমিত করেন। গির্জার কর্মচারীদের রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতনের ব্যবস্থা করেন।
  • পঞ্চমত: তিনি শিক্ষায় অবদান রাখার জন্য অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব ছিলেন। ১৮০৮ খ্রিস্টাব্দে তিনি ফ্রান্সে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং শিক্ষা বিস্তারে নানাবিধ ভূমিকা পালন করেন। এছাড়াও নানাবিধ জনহিতকর কার্যাবলী তিনি পালন করেন যা ফ্রান্সের আমূল পরিবর্তন আনতে সক্ষম হয়।

ফরাসী বিপ্লব ও নেপোলিয়ন বোনাপার্ট

প্রধান কনসাল রূপে অধিষ্ঠিত হয়ে তিনি ফ্রান্সের একচ্ছত্র স্বৈরাচারী ব্যক্তিত্বে পরিণত হন। অথচ বুরবোঁ বংশের স্বৈরাচারের বিরুদ্ধেই ফরাসী বিপ্লব সংঘটিত হয়েছিল। নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন বিপ্লবের আদর্শের থেকে কিছুটা ভিন্ন। তিনি গণ স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন না। কারণ, তিনি মনে করতেন যে, সকলকে ক্ষমতা দিলে ফ্রান্স দুর্বল হয়ে পড়বে। এদিক থেকে বিবেচনা করলে দেখা যায় যে, তিনি বিপ্লবের বিনাশক ছিলেন। তবে তিনি মৈত্রী ও সাম্যবাদে আস্থা রেখেছিলেন। তিনি একদা বলেছিলেন যে, “What the nation is not liberty but equality”.

চাকরী লাভের ক্ষেত্রেও তিনি বংশ মর্যাদাকে গুরুত্ব না দিয়ে যোগ্যতাকেই বেছে নিতেন। তিনি বিপ্লবের বাণী চারদিকে ছড়িয়ে দিয়েছিলেন। একবার তিনি অহংকার করেই বলেছিলেন, “আমিই বিপ্লব, আবার আমিই বিপ্লবকে ধ্বংস করেছি”।

সম্রাট হিসেবে নেপোলিয়ন বোনাপার্ট

১৮০৪ খ্রিস্টাব্দে নেপোলিয়ন নিজেকে ফ্রান্সের সম্রাট হিসেবে ঘোষণা করেন। তৎকালীন সময়ে তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। সিনেটে নতুন আইন পাশ করে সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে নেপোলিয়ন বোনাপার্টকে সম্রাটের মর্যাদা দান করা হয়। ক্যাথলিক পোপ স্বয়ং প্যারিসে এসে সম্রাটের প্রতীক চিহ্ন ও রাজমুকুট নিজের হাতে নেপোলিয়নকে প্রদান করেন। নেপোলিয়ন বোনাপার্ট তখনই মন্তব্য করেছিলেন যে, “ফ্রান্সের রাজমুকুট ভূলুণ্ঠিত ছিল এবং আমি তরবারির সাহায্যে তা তুলে নিয়েছি”।

এরপর তিনি সম্রাট হিসেবে সমগ্র ইউরোপে তার একচ্ছত্র ক্ষমতা বাস্তবায়নে ব্রতী হন। সমগ্র ইউরোপকে নিজের করতলগ্রস্ত করতে প্রয়াস শুরু করেন। ফ্রান্সকে সর্বময় ক্ষমতার অধিকারী করতে তিনে ছিলেন সদা সচেষ্ট।  উচ্চাকাঙ্ক্ষা  ও ক্ষমতার লোভে বিভোর হয়ে নেপোলিয়ন বোনাপার্ট সাম্রাজ্যবাদী নীতি অনুসরণ করেন। একদা তিনি বলেছিলেন যে, “ক্ষমতা হচ্ছে আমার বউয়ের মতো। এটা এমন এক শিল্প যাকে আমি বড় ভালোবাসি যেমন একজন পিয়ানোবাদক পিয়ানোকে ভালোবাসেন”। সম্রাট হিসেবে  তিনি ১৮১৫ খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতায় ছিলেন।

নেপোলিয়ন বোনাপার্টের যুদ্ধাবলী

১৮০২ খ্রিস্টাব্দে ফ্রান্স ও ইংল্যান্ড এর মধ্যে অ্যামিয়েন্সের চুক্তি স্বাক্ষরিত হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। তাছাড়া শতাব্দী ধরে চলতে থাকা দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও ঔপনিবেশিক দ্বন্দ্ব ছিল প্রকট। নেপোলিয়ন বোনাপার্ট সম্রাট হবার পর সপ্তবর্ষব্যাপী যুদ্ধের প্রতিশোধ নেবার জন্যও উদগ্রীব হয়ে ওঠেন। নেপোলিয়ন বোনাপার্ট সর্বপ্রথম জার্মানি র অন্তর্গত ব্রিটিশদের উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত হ্যানোভার বন্দর আক্রমণ করে ব্রিটিশদের বিতাড়িত করেন। অতঃপর তিনি ইংল্যান্ডের সাথে যুদ্ধ অবশ্যম্ভাবী জেনে বিশাল সৈন্যবাহিনী প্রস্তুত করে যুদ্ধের জন্য অপেক্ষা করতে থাকেন।

অন্যদিকে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের বিরুদ্ধে কূটনৈতিকভাবে ইউরোপকে একতাবদ্ধ করতে চেষ্টা চালান। ১৮০৫ খ্রিস্টাব্দে ইংল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া ও সুইডেন মিলে এই জোট গড়ে উঠে। এই সংবাদ শুনেই নেপোলিয়ন বোনাপার্ট ইংল্যান্ড আক্রমণের চিন্তা পরিত্যাগ করে ক্ষিপ্রতার সাথে অস্ট্রিয়া আক্রমণ করেন। উলমের যুদ্ধে অস্ট্রিয়াকে পরাজিত করে সম্রাট দ্বিতীয় ফ্রান্সিসকে অবমাননাকর চুক্তি স্বাক্ষর করতে বাধ্য করেন তিনি। পাশাপাশি বর্তমান জার্মান বা তৎকালীন প্রাশিয়া ও ফ্রান্সের অধিভুক্ত হয়। ফলে ইউরোপে ফ্রান্সের আরেক দফায় শক্তি বৃদ্ধি পায়। জোট বাহিনী তাদের সাহায্যে কিছুই করতে পারেনি বা এগিয়েও আসেনি।

নেপোলিয়ন বোনাপার্টের উপদ্বীপের যুদ্ধ

ব্রিটেনের বিরুদ্ধে ফ্রান্স মহাদেশীয় ব্যবস্থা (১৮০৬ খ্রিস্টাব্দ) গ্রহণ করেন। অল্প কথায় মহাদেশীয় ব্যবস্থা হলো ব্রিটেনের বিরুদ্ধে ফ্রান্সের অর্থনৈতিক সম্পর্ক ছেদ ও মিত্র দেশ সমূহের সাথে ব্রিটেনকে ব্যবসা বাণিজ্য না করতে দিয়ে তার অর্থনীতিকে পঙ্গু করা। অবশ্য শেষ পর্যন্ত ফ্রান্স নিজেই তার ফাঁদে পড়ে। ব্রিটেনকে জব্দ করতে গিয়ে ফ্রান্সের নিজ অর্থনীতিই ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যায়।

যাইহোক এই মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করতে গিয়ে ফ্রান্স স্পেন এর সহায়তায় ১৮০৭ খ্রিস্টাব্দে পর্তুগাল দখল করে। পরবর্তী সময়ে নেপোলিয়ন বোনাপার্ট চক্রান্ত করে স্পেনের সম্রাট চার্লসের আমলে বিশাল সেনাবাহিনী পাঠিয়ে স্পেন দখল করেন এবং নিজ ভ্রাতা জোসেফ বোনাপার্টকে ক্ষমতায় বসান । কিন্তু তিনি ক্ষমতায় মাত্র ১১ দিন স্থায়ী হতে সমর্থ হয়েছিলেন। প্রাক্তন শাসকরা গোলযোগের সুযোগে ক্ষমতা হাতে তুলে নিয়ে ফ্রান্সের বিরুদ্ধে অস্ত্র ধরে।

জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে পর্তুগাল ও ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ইংল্যান্ডও নেপোলিয়নের সংকটের সুযোগ নিয়ে স্পেন ও পর্তুগালের পাশে দাঁড়ায়। শুরু হয় উপদ্বীপের যুদ্ধ । ১৮১২ খ্রিস্টাব্দে ইংরেজ সেনাপতি ওয়েলিংটন স্যালামাঙ্কার যুদ্ধ ও ১৮১৩ খ্রিস্টাব্দে ভিট্টোরিয়ার যুদ্ধে স্পেন থেকে ফরাসীদের পুরোপুরি বিতাড়িত করেন। পর্তুগাল থেকেও ফরাসীরা বিতাড়িত হয়। এই স্পেন দখলই নেপোলিয়ন বোনাপার্টের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। তিনি নিজেই বলেন, “স্পেনের ক্ষতই আমার ধ্বংস ডেকে এনেছিল”।

নেপোলিয়ন বোনাপার্টের রুশ বা মস্কো অভিযান

অস্ট্রিয়ার পরাজয়ের মাধ্যমে ইউরোপের স্থল শক্তির মধ্যে রাশিয়ার সাথে সম্মুখ যুদ্ধ বাকী ছিল ফ্রান্সের। উচ্চাভিলাষী নেপোলিয়ন এখানেও নিজের শক্তি পরীক্ষা করতে মনস্থ করেন। ১৮০৭ খ্রিস্টাব্দে তিনি রাশিয়াকে দুবার পরাজিতও করেন। ১৮০৭ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত টিলসিটের সন্ধির ফলে ফ্রান্স এবং রাশিয়া মিত্রতায় আবদ্ধ হয়। কিন্তু খুব শীঘ্রই এই চুক্তির পতন ঘটে। কয়েকটি কারণে নেপোলিয়ন বোনাপার্ট রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার -এর বিরুদ্ধে ক্ষিপ্ত হন এবং ১৮১২ খ্রিস্টাব্দে ৬ লক্ষ সৈন্য নিয়ে মস্কো অভিমুখে যাত্রা শুরু করেন। প্রায় বিনা বাধায় নেপোলিয়ন বোনাপার্টে রাশিয়ায় প্রবেশ করেন।

রাশিয়াকে সম্পূর্ণ ধ্বংস করার উদ্দেশ্যে নেপোলিয়ন বোনাপার্ট মধ্য রাশিয়ায় প্রবেশের জন্য উদ্যোগ নেন। শীতকে উপেক্ষা করেই তিনি সৈন্য নিয়ে এগিয়ে যান। ঠিক একই ভুলের মাসুল হিটলার কেও দিতে হয়েছিল। রুশরাও পোড়ামাটি নীতি গ্রহণ করে সকল শস্য ধ্বংস করে জনশূন্য শহর ফেলে চলে যায়। সেপ্টেম্বরে রাশিয়ার শীত যখন হিমাঙ্কের নীচে তখন মস্কোর কাছে বোরোডিনোর রণাঙ্গনে উভয় পক্ষের তুমুল যুদ্ধ হয়। নেপোলিয়ন বোনাপার্ট জয়লাভ করলেও তার সৈন্য ও রসদের বিপুল ক্ষতি হয়।

এরপর নেপোলিয়ন মস্কোয় আগুন জ্বালিয়ে দেয়। নেপোলিয়ন ভেবেছিলেন যে রুশরা শান্তি চুক্তির জন্য আসবে কিন্তু তা হয়নি। এদিকে প্রচণ্ড শীত ও খাদ্যাভাবে নেপোলিয়নের সৈন্যরা চরম দুর্দশায় পতিত হয়। রুশদের গুপ্ত আক্রমণে নেপোলিয়নের বাহিনী ব্যতিব্যস্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত নেপোলিয়ন বোনাপার্ট ৬ লক্ষ সেনার মধ্যে মাত্র ৫০,০০০ সেনা নিয়ে প্যারিসে ফিরতে বাধ্য হয়েছিলেন।

এভাবেই উচ্চাভিলাষী নেপোলিয়নের রাশিয়া অভিযান ব্যর্থতায় পর্যবসিত হয়। ফলে ইউরোপে নেপোলিয়নের সামরিক প্রতিভা ও জনপ্রিয়তা দারুণভাবে হ্রাস পায়। এমনকি এই যুদ্ধ নেপোলিয়নের ব্যর্থতা ডেকে আনে এবং তাকে পতনের দিকে ঠেলে দেয়। ইউরোপের অন্যান্য শক্তিও মনে করতে থাকে যে নেপোলিয়ন আর অপরাজেয় নয়। যদিও খুব দ্রুতই আবার শক্তিবৃদ্ধি করে নেপোলিয়ন বোনাপার্ট রক্তক্ষয়ী যুদ্ধের দিকে এগিয়ে যায়।

নেপোলিয়ন বোনাপার্টের প্রাশিয়ার মুক্তির সংগ্রাম

রাশিয়ায় নেপোলিয়ন বোনাপার্টের পরাজয় ইউরোপে নব উন্মাদনা সৃষ্টি করে। নেপোলিয়ন বোনাপার্টের দুর্দিনে জার্মানিরা প্রতিশোধ গ্রহণের মোক্ষম সময় মনে করে। ১৮১৩ খ্রিস্টাব্দে প্রাশিয়া ও রাশিয়া একত্রিত হয়ে যুদ্ধ ঘোষণা করে। এর মধ্যেই আবার রাশিয়া, অস্ট্রিয়া, সুইডেনকে নিয়ে ইংল্যান্ড আবার জোট তৈরি করে। দক্ষিণ দিক থেকে রাশিয়া ও প্রাশিয়া ফ্রান্সের অভিমুখে যুদ্ধযাত্রা শুরু করে। উত্তর দিক থেকে সুইডেনের সেনারা এগিয়ে আসতে থাকে।

এই খবর পেয়েই নেপোলিয়ন বোনাপার্ট অস্ট্রিয়া আক্রমণ করে জীবনের শেষ বড় বিজয় অর্জন করেন। যদিও এ বিজয় ছিল ক্ষণস্থায়ী। কারণ, মিত্র শক্তি চতুর্দিক থেকে নেপোলিয়ন বোনাপার্টকে ঘিরে ফেলে। অবশেষে নেপোলিয়ন লাইপজিগে তিন দিন যুদ্ধ (১৮১৩ খ্রিস্টাব্দ) করে ব্যর্থ অবস্থায় ফ্রান্সে ফিরে যান। ফ্রান্সের বাইরের সকল ভূখণ্ডই তখন স্বাধীন হয়ে যায়।

নেপোলিয়ন বোনাপার্টের সিংহাসন ত্যাগ

১৮১৪ সালে যুদ্ধে জয়ী মিত্ররা নেপোলিয়ন বোনাপার্টকে সন্ধি করার আমন্ত্রণ জানালে তিনি তা প্রত্যাখ্যান করেন। ফলে মিত্র বাহিনী একত্রে আক্রমণ করে ফ্রান্স দখল করে নেয়। এরপর ৬ এপ্রিল নেপোলিয়ন ফন্টেন ব্ল্যু চুক্তির মাধ্যমে সিংহাসন ত্যাগ করে ভূমধ্যসাগরের এলবা দ্বীপে চলে যান।

napoleon bonaparte biography in bengali

এভাবেই নেপোলিয়ন বোনাপার্টের রাজনৈতিক জীবনের যবনিকা নেমে আসে। এলবা দ্বীপে যাওয়ার ঠিক আগে তিনি বলেছিলেন, “আমি সিংহাসন ত্যাগ করলাম, কিন্তু আমি কিছুই ছেড়ে গেলাম না” (“I abdicate, I yield nothing.”)।

নেপোলিয়ন বোনাপার্টের প্রত্যাবর্তন ও নেপোলিয়ন বোনাপার্টের একশত দিবসের রাজত্ব

নেপোলিয়ন বোনাপার্টের নির্বাসনের ফলে ফ্রান্সে চতুর্দশ লুইয়ের ভাই অষ্টাদশ লুইকে সিংহাসনে বসায় মিত্র শক্তি। কিন্তু ফরাসী জনগণ তার প্রতি রুষ্ট হন। সারাদেশে গোলযোগ লেগে যায়। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছে যায় দেশ। সেনাবাহিনীও এক প্রকার বিদ্রোহ করে বসে।

এই পরিস্থিতিতে নেপোলিয়ন ভীষণ উৎসাহিত হয়ে উঠেন এবং বিশেষ কোনো পরিকল্পনা ছাড়াই এলবা দ্বীপ থেকে ফ্রান্সের উদ্দেশ্যে যাত্রা করেন। জনগণও তাকে সাদরে গ্রহণ করে নেয়। তাকে বাধা দেবার কেউই ছিলনা। নেপোলিয়ন ১৮১৫ খ্রিস্টাব্দের ২০ মার্চ প্যারিসে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো আবার ক্ষমতায় অধিষ্ঠিত হন এবং ১০০ দিন রাজত্ব করেন, যা নেপোলিয়ন বোনাপার্টের একশ দিনের রাজত্ব নামে পরিচিত। কিন্তু তিনি আর শক্তিশালী সরকার গঠন করতে সমর্থ হননি।

নেপোলিয়ন বোনাপার্টের ওয়াটার্লুর যুদ্ধ

নেপোলিয়ন বোনাপার্টের সিংহাসনে আরোহণের কথা শুনে মিত্র বাহিনী আবার নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে এগিয়ে আসে। নেপোলিয়ন বোনাপার্টও অস্তিত্ব রক্ষার তাগিদে শেষবারের মতো লক্ষাধিক সৈন্য সংগ্রহ করে যুদ্ধের প্রস্তুতি নেন। ১৮১৫ খ্রিস্টাব্দে বিখ্যাত ওয়াটার্লুর যুদ্ধে সম্মিলিত প্রাশিয়া ও ইংরেজ বাহিনীর কাছে চূড়ান্তভাবে পরাজিত হন। এটিই ছিল নেপোলিয়ন বোনাপার্টের জীবনের শেষ যুদ্ধ।

উপসংহার :- ১৮১৫ খ্রিস্টাব্দের আগস্ট মাসে নেপোলিয়ন বোনাপার্টকে ফ্রান্স থেকে পাঁচ হাজার মাইল দূরে মধ্য আটলান্টিক মহাসাগরের দুর্গম সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়। এই স্থানেই ছয় বছর অতিবাহিত করার পর ১৮২১ সালে এই মহান শক্তিশালী বীর নেপোলিয়ন বোনাপার্টের জীবনাবসান হয়। এর মাধ্যমেই ম্লান হয়ে যায় একজন সফল বিজেতার সকল অর্জন।

napoleon bonaparte biography in bengali

(FAQ) নেপোলিয়ন বোনাপার্ট সম্পর্কে জিজ্ঞাস্য?

১৮০৪ খ্রিস্টাব্দ থেকে ১৮১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রান্সের সম্রাট ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট।

কর্সিকা দ্বীপ।

নেপোলিয়ন বোনাপার্টের জীবনের শেষ যুদ্ধ হল – ওয়াটার লুর যুদ্ধ (১৮ জুন ১৮১৫ খ্রিঃ)।

নেপোলিয়ন বোনাপার্টকে ‘সেন্ট হেলেনা’ দ্বীপে নির্বাসন দেওয়া হয়।

ইংরেজ সেনাপতি নেলসন।

Leave a Comment Cancel reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

নেপোলিয়ান বোনাপার্ট জীবনী | Napoleon Bonaparte Biography

Napoleon Bonaparte Biography in Bengali

ইতিহাসে এমন অনেক মহাযোদ্ধার কাহিনী শোনাযায় যারা নিজেদের বীরত্ব কৌশল ও নির্ভীক ভাবনার কারণে নিজেদের নাম ইতিহাসের অমরত্বের পাতায় লিখে রাখেন। নেপোলিয়ন বোনাপার্ট সেইরকম একজন যোদ্ধা যিনি কখনো হার মানেননি।

নেপোলিয়ন বোনাপার্টের উচ্চতা কম ছিলো তাই তাকে Little Corporal বলাহতো, কিন্তু তার মনের পাহাড় সমান আত্ত্ববিশ্বাসোর কাছে হার মেনে নিতে হয়েছে বড় বড় সাম্রাজ্যের শাসক দেড়। তিনি নিজেকে যেই উঁচুতে পৌঁছে দেয়াছিলেন সেটা রূপকথার গল্পের থেকেও বেশি রোমাঞ্চকর।

নেপোলিয়নের বাবার নাম ছিল Carlo Buonaparte, কার্লো বোনাপার্ট ও মায়ের নাম ছিল Letizia Ramolino, লেতিজিয়া রোম্যালিনও।

Napoleon Bonaparte in Bengali

নেপোলিয়ন বোনাপার্টের জন্ম 15 August 1769 সালে Ajaccio নামক একটি দ্বীপে হয়েছিল, এটি ফ্রান্স ও ইতালির সমুদ্রের মাধবর্তী অবস্থিত। প্রথমে ইতালির অংশ হলেও পরবর্তীতে ফ্রান্স এই দ্বীপ তাদের সাম্রাজ্যের মধ্যে যুক্ত করে।

নেপোলিয়নের বাবা ছিলেন ফ্রান্সের ও মা ছিলেন ইতালির, তাই নেপোলিয়নের ছোটবেলার কথা বলার ভাষা ছিলো ইতালিও, তারজন্য তাকে স্কুলে বিভিন্ন সময় হাসির পাত্র হতেহতো, কিন্তু স্কুল জীবন শেষ হতে হতে নেপোলিয়ন ফ্রেঞ্চ ভাষা সম্পুর্ন শিখে নিয়ে ছিলনা।

Napoleon Bonaparte biography – প্রথম ফরাসি সম্রাট নেপোলিয়ন

১৭৯৯ সালে নেপোলিয়ন যখন মিসরের উদ্দেশে যাত্রা করেন তখন তার কাছে খবর আসে ফ্রান্সের রাজধানী প্যারিসের অবস্থা খুব বেশি ভালনা রাজধানীতে কিছু একটা সমস্যা হয়েছে সেখানে সরকার শক্তি হারাচ্ছে, নেপোলিয়ন তখনই ফ্রান্সের উদ্দেশে রওয়ানা করেন।

Napoleon Bonaparte ফ্রান্সে ফিরে আসেন এবং সেখানে তার নিজের সরকার প্রতিষ্ঠা করেন, নেপোলিয়ন নিজেকে ফ্রান্সের এম্পায়ার ঘোষনা করেন। ফ্রান্সের জনসাধারণ নেপোলিয়নকে সমর্থন করেন ও শক্তিশালী শাসন স্থাপন করেন।

একটি বিশেষ ঘটনা নেপোলিয়নের সাম্রাজ্যে বসার সময়কালের যেটি হচ্ছে, তিনি যখন ফ্রান্সের সম্রাট ঘোষণার পরে সিংহাসনে বসতে যাচ্ছিলেন তখন প্রথা অনুযায়ী ফ্রান্সের পোপ নেপোলিয়নকে মুকুট পড়াতে যাচ্ছিলেন।

সেইসময় নেপোলিয়ন পোপকে বলেন আপনি কোনো মুকুট পড়াচ্ছেন আমাকে ? আমি আজ জাকিছু অর্জন করেছি কেউ আমাকে এমনি এমনি দেয়নি তারজন্যে নিরন্তর যুদ্ধ ও পরিশ্রম করতে হয়েছে আমাকে।

এরপরে নেপোলিয়ন বোনাপার্ট পোপের হাত থেকে মুকুট নিয়ে নিজেই তার মাথায় পরিয়ে নিজেকে ফরাসি সাম্রাজ্যর প্রথম এম্পায়ার সম্রাট ঘোষনা করেন।

শাসক হওয়ার পরে নেপোলিয়ন দেশের শান্তি বজায় রাখেন ও সাম্রাজ্যকে সমৃদ্ধ করার জন্য নতুন বাণিজ্যে মন বিবেশ করেন। এই সময় সমস্ত ইউরোপ নেপোলিয়নের শাসনের অধীনে ছিলো। কারণ তারা জানতেন নেপোলিয়নকে হারানো তাদের পক্ষে সম্ভবনা।

আপনাদের কাছে নিবেদন Napoleon bonaparte biography in bengali লেখাটি আপনার পরিচিত সকলের সাথে শেয়ার করে তাদেরকে ইতিহাস জানার ব্যবস্থা অবশ্যই করে দিন।

  • রাজা রামমোহন রায় জীবনী | Raja Ram Mohan Roy Biography Bengali
  • Privacy Policy

সববাংলায়

যা জানব সব বাংলায়

নেপোলিয়ান বোনাপার্ট

নেপোলিয়ন বোনাপার্ট

ফ্রান্সের বিখ্যাত শাসক তথা বিশ্ব ইতিহাসের অন্যতম জনপ্রিয় চরিত্র নেপোলিয়ন বোনাপার্ট (Napoleon Bonaparte) যাঁর প্রকৃত নাম নেপোলিয়ন দি বোনাপার্ট (Napoleon di Buonaparte) ছিলেন একজন পরাক্রমশালী যোদ্ধা এবং দক্ষ প্রশাসক। ফরাসি বিপ্লবের নায়ক নেপোলিয়ন বোনাপার্ট এক যুগেরও বেশি সময় ধরে ইউরোপীয় রাজনীতিকে প্রভাবিত করেছিলেন। তাঁকে বিশ্ব ইতিহাসের একজন অন্যতম নেতা বলে মনে করা হয়। গোটা পৃথিবী জুড়ে বিভিন্ন সামরিক বিদ্যালয়ে তাঁর যুদ্ধনীতি সম্পর্কে পড়ানো হয়। তাঁর রাজনৈতিক এবং সাংস্কৃতিক চেতনার জন্য একাধারে তাঁকে মানব ইতিহাসের বিশেষ জনপ্রিয় এবং বিতর্কিত নেতা বলে মনে করা হয়।

১৭৬৯ সালের ১৫ আগস্ট কর্সিকার আজাসিও শহরে নেপোলিয়নের জন্ম হয়। ষোড়শ শতকে নেপোলিয়নের পরিবার লিগুরিয়া থেকে কর্সিকাতে চলে আসে। ১৭৬৯ সালেই রিপাবলিক অফ গিনোয়া কর্সিকাকে ফ্রান্সে স্থানান্তরিত করে। বংশ পরিচয়ের দিক থেকে নেপোলিয়ন ইতালির হলেও, জন্মসূত্রে তিনি ফরাসি নাগরিক হয়ে যান। তাঁর বাবার নাম ছিল কার্লো মারিয়া দি বোনাপার্ট এবং তাঁর মায়ের নাম ছিল মারিয়া লেটিজিয়া র‍্যামোলিনো। তাঁর মা এবং বাবা উভয়েই কর্সিকার স্বাধীনতা রক্ষার্থে ফ্রান্সের বিরুদ্ধে লড়াই করেছিলেন। নেপোলিয়নের চরিত্র গঠনে তাঁর বাবা, এবং বিশেষত মায়ের প্রচুর অবদান রয়েছে।

মাত্র ৯ বছর বয়সে তাঁকে ফ্রান্সের মূল ভূখন্ডে পাঠিয়ে দেওয়া হয় এবং ১৭৭৯ সালে ব্রিয়েনে একটি সামরিক বিদ্যালয়ে ভর্তি করে দেওয়া হয়। ফরাসি ভাষায় তাঁর তেমন দখল ছিল না। তিনি শুদ্ধ কর্সিকার টানে কথা বলতেন যার জন্য তাঁকে বন্ধুদের কাছে নানানভাবে অপমানিত হতে হত। ১৭৮৪ সালে ব্রিয়েনের পড়াশোনা শেষ করে তিনি প্যারিসে ইকোল রয়াল মিলিটেয়ারে ভর্তি হন। এক বছর পরে সেখান থেকে আর্টিলারির সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে বেরোন। এরপর থেকেই রাজনৈতিক এবং সামরিকভাবে তিনি সক্রিয় হয়ে উঠতে থাকেন। কর্সিকার জাতীয়তাবাদী নেতা পাস্কাল পাওলির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ায় তাঁকে ও তাঁর পরিবারকে ১৭৯৩ সালে মার্সেইতে (Marseille) পালিয়ে যেতে হয়।

সববাংলায় সাইটে তথ্য লিখে আয় করতে চান? এখানে ক্লিক করুন। 

ফরাসি বিপ্লবের সময় নেপোলিয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা নেন। ফ্রান্সের প্রাক্তন রাজাকে সমর্থন করা রাজতন্ত্রীদের বদলে তিনি প্রজাতন্ত্রীদের সাহায্য করেন। ১৭৯৩ সালের সেপ্টেম্বরে রাজতন্ত্রীরা ব্রিটিশ নৌসেনার সাহায্য নিলে সেই বছরেরই ১৭ ডিসেম্বর নেপোলিয়নের নেতৃত্বে  ব্রিটিশ নৌসেনা পরাস্ত হয় এবং নেপোলিয়নকে ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত করা হয়। ১৭৯৪ সালের ফেব্রুয়ারি মাসে ইতালিতে ফরাসি সৈন্যদলে তাঁকে মোতায়েন করা হয়। এরপরে ১৭৯৫ সালের ৫ অক্টোবরে প্রজাতন্ত্রীরা তাঁকে রাজতন্ত্রীদের পরাস্ত করার দায়িত্ব দেন। এক্ষেত্রেও নেপোলিয়ন সফল হলে তাঁকে মেজর জেনারেল পদ দেওয়া হয় এবং ফরাসি বিপ্লবের ইতিহাসে তাঁর নাম স্বর্ণাক্ষরে খোদিত হয়ে যায়। রাজতন্ত্রীদের ক্ষমতাচ্যুত করার পরে রাজনৈতিক মহলে নেপোলিয়নের খ্যাতি হঠাৎ করেই বেড়ে যায়।

এরপর এক এক করে তিনি বেশ কিছু যুদ্ধে ফ্রান্সকে নেতৃত্ব দেন। ১৭৯৬ সালের মার্চ মাসে ইতালিতে অস্ট্রীয় এবং সার্ডিনীয় সৈন্যকে আলাদা করার জন্য এবং তাদের পরাস্ত করার জন্য ধারাবাহিকভাবে কিছু যুদ্ধ ঘোষণা করেন। ২১ এপ্রিল সার্ডিনীয় সৈন্যদের পরাস্তও করেন। তারপরে বেশ কয়েকটি যুদ্ধের মাধ্যমে অস্ট্রীয়দের থেকে লম্বার্ডি (Lombardy) ছিনিয়ে নিতে সফল হন। এরপরে ১৭৯৮ সালে মিশরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেখানে পিরামিডের যুদ্ধে দারুণভাবে জয়ী হলেও নীলনদের যুদ্ধে তিনি হেরে যান। তবে এই পরাজয়ের জন্য ভীষণভাবে দায়ী ছিল বিউবোনিক প্লেগ এবং সৈন্যদলের কাছে প্রয়োজনীয় জিনিসপত্রের দুর্বল সরবরাহ।

১৭৯৯ সালে নেপোলিয়ন যখন ফিরে আসেন তখন ফ্রান্সের অবস্থার উন্নতি হয়েছে। ফরাসি বিপ্লব চলাকালীন যে অরাজকতার মধ্যে দিয়ে ফ্রান্সকে যেতে হয়েছিল তা থেকে ফ্রান্স অনেকাংশেই বেরিয়ে আসতে পেরেছিল। কিন্তু প্রজাতন্ত্রীরা ইতিমধ্যে দেউলিয়া হয়ে যায় এবং ফরাসি ডিরেক্টরির (French Directory) ওপর  ফ্রান্সের সাধারণ জনগণের আস্থাও উঠে যায়। ফলে ফ্রান্সের সাধারণ জনগণের একজন এমন নেতার দরকার ছিল যে সবদিক সমানভাবে  নিয়ন্ত্রণ করতে পারবে। বলাই বাহুল্য সেই মুহূর্তে ফ্রান্সে নেপোলিয়ন ছাড়া এই দায়িত্ব নেওয়ার মত জায়গায় আর কেউ ছিলেন না।

এরপর নেপোলিয়ন অষ্টম বছরের সংবিধানের( Constitution of the Year VIII) খসড়া তৈরি করেন এবং তাঁর নিজের নির্বাচনকে প্রথম কাউন্সিল হিসেবে ঘোষণা করেন। আল্পস পেরিয়ে মারেঙ্গোতে (Marengo) অস্ট্রীয়দের হারিয়ে ১৮০০ সালে নেপোলিয়ান ফ্রান্সে নিজের ক্ষমতা সুনিশ্চিত করেন। তিনি ক্ষমতায় আসার পরে ফ্রান্সের প্রশাসনকে ঢেলে সাজানো হয়, আইন ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্য সমস্ত আইনকে কিছু নির্দিষ্টভাগে ভাগ করে আদর্শায়িত করা হয়। এই ব্যবস্থার নাম দেওয়া হয় ‘কোড নেপোলিয়ন’ বা ‘নেপোলিয়ন কোড’ (Napoleon Code)। ফ্রান্সের সমস্ত বিদ্যালয়কে কেন্দ্রীভূত নিয়ন্ত্রণাধীন করা হয়। অর্থনীতিতেও সংস্কার সাধিত হয়, নতুন নতুন শিল্প গড়ে ওঠে। সাধারণ মানুষের সাম্য, স্বাধীনতা এবং অধিকার সুনিশ্চিত করার ব্যবস্থা করা হয়। ১৮০১ সালে কনকরডাটের মাধ্যমে ক্যাথোলিক গির্জার সঙ্গে শান্তি স্থাপন করেন তিনি। এই কনকারডাট গির্জাকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে রাখলেও ক্যাথোলিকদের ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হতে দিত না।

১৮০৪ সালের ২ ডিসেম্বর নেপোলিয়ন নিজেকে ‘ফরাসিদের সম্রাট’ বলে অভিহিত করেন। প্যারিসের নোতরদাম গির্জায় তাঁর রাজ্যাভিষেকের অনুষ্ঠানে তিনি পোপ সপ্তম পিয়াসের থেকে মুকুট নিয়ে নিজের মাথায় পরে নেন। ১৮০৫ সালের ২৬ মে মিলান গির্জায় লম্বার্ডির লোহার মুকুট পরে ইতালির রাজা হিসেবে নেপোলিয়নের অভিষেক হয়।

ইউরোপের অন্যতম শক্তি ইংল্যান্ডকে আক্রমণ করার পরিকল্পনা থাকলেও নেপোলিয়ন দ্রুত অস্ট্রো-রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ১৮০৫ সালের ২ ডিসেম্বর অস্টারলিটজের যুদ্ধে অস্ট্রো-রুশ শক্তিকে পরাস্ত করেন তিনি। ১৮০৬ সালে তিনি প্রুশিয়ান সৈন্যদেরও পরাস্ত করেন। তাঁর রাজত্ব ক্রমশ আরও বড় হতে শুরু করে।

১৭৯৬ সালের ৯ মার্চ যোশেফিন দে বহার্নিসের সঙ্গে নেপোলিয়নের বিয়ে হয়। বিয়েটি সার্বিকভাবে সুখকর হয়নি। পরে নেপোলিয়ন স্বেচ্ছায় তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটান এবং নিজের রাজত্বকে বৈধ করতে অস্ট্রিয়ার রাজা প্রথম ফ্রান্সিসের মেয়ে মারি লুসিকে বিয়ে করেন। অল্পদিনের মধ্যেই জন্মায় তাঁর বংশধর নেপোলিয়ন ফ্র্যাঙ্কোইস যোশেফ চার্লস বোনাপার্ট যিনি দ্বিতীয় নেপোলিয়ন হিসেবেই অধিক পরিচিত।

১৮০৭ সালে রাশিয়ার জার আলেকজান্ডার রোমানভের সঙ্গে টিলসিটের চুক্তি করলেও ১৮১২ সালে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন নেপোলিয়ন। রাশিয়াকে বেশ কিছুটা পরাস্ত করে নেপোলিয়ন ও তাঁর দল যখন মস্কোতে পৌঁছায় তখন প্রবল ঠান্ডা এবং খাদ্যাভাবের জন্য তাঁরা রুশ বাহিনীর সঙ্গে পেরে উঠতে পারলেন না এবং শেষ পর্যন্ত তাঁরা সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হন। অবশেষে জাতিসমূহের যুদ্ধে (Battle of Nations) সুইডেন, রাশিয়া, অস্ট্রিয়া এবং প্রুশিয়ার মিলিত শক্তির কাছে নেপোলিয়ন পরাস্ত হন।

প্রথমে তাঁকে ভূমধ্যসাগরের তীরবর্তী এলবা (Elba) দ্বীপে নির্বাসিত করা হয়। ১৮১৫ সালের ২৬ ফেব্রুয়ারি সেখান থেকে তিনি পালিয়ে আসেন এবং ১০০ দিনের জন্য ফ্রান্সের শাসনভার গ্রহণ করেন। ঐ একই বছরের ১৮ জুনে ব্রিটিশ এবং প্রুশ বাহিনীর কাছে ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ন পরাস্ত হলে দ্বিতীয়বারের জন্য তাঁকে আফ্রিকার সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়।

১৮২১ সালের ৫ মে পাকস্থলীর ক্যান্সারে নেপোলিয়ন বোনাপার্টের মৃত্যু হয় এবং এই ঘটনার সঙ্গেই বিশ্ব ইতিহাসের এক সুবর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটে।

  •   https://en.wikipedia.org/
  •   https://simple.wikipedia.org/
  • https://www.history.com/
  • https://www.britannica.com/
  • https://www.biography.com/

শেয়ার করুন :

  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on WhatsApp (Opens in new window)
  • Click to share on Telegram (Opens in new window)
  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to print (Opens in new window)
  • Click to email a link to a friend (Opens in new window)
  • Click to share on LinkedIn (Opens in new window)
  • Click to share on Pinterest (Opens in new window)

একই ধরণের তথ্য

10 comments.

  • পিংব্যাকঃ আজকের দিনে ।। ৫ মে | সববাংলায়
  • পিংব্যাকঃ আজকের দিনে ।। ১৫ আগস্ট | সববাংলায়
  • পিংব্যাকঃ আজকের দিনে ।। ১৫ জুলাই | সববাংলায়
  • পিংব্যাকঃ আজকের দিনে ।। ১৮ মে | সববাংলায়
  • পিংব্যাকঃ আজকের দিনে ।। ২০ মার্চ | সববাংলায়
  • পিংব্যাকঃ আজকের দিনে ।। ২০ ফেব্রুয়ারি | সববাংলায়
  • পিংব্যাকঃ নেপোলিয়নের মৃত্যু রহস্য | সববাংলায়
  • পিংব্যাকঃ জোসেফ ফুরিয়ে | সববাংলায়

আপনার মতামত জানান Cancel reply

Discover more from সববাংলায়.

Subscribe now to keep reading and get access to the full archive.

Type your email…

Continue reading

উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জীবনী দেখুন

উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ

ভিডিওটি দেখতে ছবিতে ক্লিক করুন

  • উত্তর 24 পরগণা
  • দক্ষিণ 24 পরগণা
  • পূর্ব বর্ধমান
  • পশ্চিম বর্ধমান
  • পূর্ব মেদিনীপুর
  • পশ্চিম মেদিনীপুর
  • আলিপুরদুয়ার
  • উত্তর দিনাজপুর
  • দক্ষিণ দিনাজপুর
  • মুর্শিদাবাদ
  • Privacy Policy
  • Terms and Conditions
  • Copyright Policy

নেপোলিয়ন বোনাপার্ট জীবনী – Napoleon Bonaparte Biography in Bengali

Napoleon Bonaparte Biography in Bengali

নেপোলিয়ন বোনাপার্ট জীবনী: Bengaliportal.com আপনাদের জন্য নিয়ে এসেছে Napoleon Bonaparte Biography in Bengali . আপনারা যারা নেপোলিয়ন বোনাপার্ট সম্পর্কে জানতে আগ্রহী নেপোলিয়ন বোনাপার্ট এর জীবনী টি পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন।

bengaliportal

নেপোলিয়ন বোনাপার্ট কে ছিলেন? Who is Napoleon Bonaparte?

নেপোলিয়ন বোনাপার্ট এর জন্ম: napoleon bonaparte’s birthday, নেপোলিয়ন বোনাপার্ট এর পিতামাতা ও জন্মস্থান: napoleon bonaparte’s parents and birth place, নেপোলিয়ন বোনাপার্ট এর কর্ম জীবন: napoleon bonaparte’s work life, নেপোলিয়ন বোনাপার্ট এর মৃত্যু: napoleon bonaparte’s death.

Table of Contents

নেপোলিয়ন বোনাপার্ট বা নাপোলেওঁ বোনাপার্ত (ফরাসি: Napoléon Bonaparte) (১৫ই আগস্ট ১৭৬৯ – ৫ই মে ১৮২১) ছিলেন ফরাসি বিপ্লবের সময়কার একজন জেনারেল। তিনি ফরাসি প্রজাতন্ত্রের প্রথম কনসাল (First Consul) ছিলেন। তিনি (নেপলীয়) ১৮ মে ১৮০৪ থেকে ৬ এপ্রিল ১৮১৪ পর্যন্ত ফ্রান্সের সম্রাট ছিলেন এবং পুনরায় ১৮১৫ সালের ২০ মার্চ থেকে ২২ জুন পর্যন্ত স্বল্প সময়ের জন্য ফ্রান্সের সম্রাট ছিলেন। তিনি ইতালির রাজাও ছিলেন। এছাড়া তিনি সুইস কনফেডারেশনের মধ্যস্থাকারী এবং কনফেডারেশন অফ রাইনের রক্ষকও ছিলেন।

নেপোলিয়ন বোনাপার্ট 15 আগস্ট 1769 জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন: জনি ওয়েইসমুলার জীবনী

আরও পড়ুন: গোবর গোহ জীবনী

আরও পড়ুন: উইলিয়াম গিলবার্ট গ্রেস জীবনী

আরও পড়ুন: রণজিৎ সিং জীবনী

আরও পড়ুন: গোষ্ঠ পাল জীবনী

অদ্বিতীয় ফরাসী সম্রাট নেপোলিয়ন ছিলেন ফ্রান্সের নবজাগরণের প্রাণপুরুষ, মহান সৈনিক এবং কল্যাণকামী জননায়ক। কিন্তু সমগ্র জীবনে তিনি অগণিত মানুষের দুঃখ দুর্দশার কারণ হয়েছিলেন। সমগ্র জাতিকে ঠেলে দিয়েছিলেন ধ্বংসের মুখে। ১৭৬৯ খ্রিঃ ফ্রান্সের কর্সিকা দ্বীপে নেপোলিয়নের জন্ম। যৌবনের প্রারম্ভেই তিনি রুশো – ভলতেয়ার মন্টেসক – এর আদর্শে উদ্বুদ্ধ হন।

সামরিক বিদ্যালয়ে শিক্ষা গ্রহণের পর সতের বছর বয়সে ফরাসী গোলন্দাজ বাহিনীতে যোগদান করেন। ইংরাজ বাহিনী ১৭৯৩ খ্রিঃ টুলো বন্দর অবরোধ করলে নেপোলিয়ান বীরত্বের সঙ্গে যুদ্ধ করে বন্দর রক্ষা করেন। এর দুবছর পরে ১৭৯৫ ক্রিঃ ফরাসী জনতা জাতীয়সভা আক্রমণ করলে নেপোলিয়ান তাদের নিরস্ত করে খ্যাতি অর্জন করেন।

১৭৯৬ খ্রিঃ ডাইরেক্টরী নেপোলিয়নকে ফরসী বাহিনীর সেনাধ্যক্ষ করে ইতালি অভিযানে পাঠায়। সেই সময় নেপোলিয়ানের বয়স মাত্র ছাব্বিশ বছর। ইতালিতে অভিযানে কৃতকার্য হবার পর ১৮০০ খ্রিঃ ১৪ ই জুন তিনি আঠারো হাজার সৈন্য নিয়ে অস্ট্রিয়ান বাহিনীকে আক্রমণ করেন। নেপোলিয়নের এই অভিযানও সফল হয় এবং অস্ট্রিয়ান সম্রাট তার সঙ্গে ক্যাম্পেন ফর মিডর সন্ধিতে স্বাক্ষর করতে বাধ্য হন।

বীরত্ব ও সাহসিকতার জন্য এইভাবে খুব অল্প সময়ের মধ্যেই নেপোলিয়ন ফ্রান্সের জনগণের মন জয় করে নেন। অস্ট্রিয়া অভিযানের পর ডাইরেক্টরী নেপোলিয়নকে ইংলন্ড আক্রমণের জন্য নিযুক্ত করে ৷ নেপোলিয়ন কিন্তু সরাসরি ইংলন্ড আক্রমণ না করে কৌশলের আশ্রয় নেন। তিনি অন্য দিকে অগ্রসর হয়ে মিশর আক্রমণ করেন এবং ১৭৯৮ খ্রিঃ ২১ শে জুলাই বিখ্যাত পিরামিড যুদ্ধে জয়লাভ করেন। মিশরে ফ্রান্সের আধিপত্য প্রতিষ্ঠিত হয়।

কিন্তু ফরাসীদের মিশরে বেশি দিন নির্বিঘ্নে কাটল না। অচিরেই বৃটিশ সেনাপতি নেলসন নীলনদের যুদ্ধে ১৭৯৮ খ্রিঃ ১ লা আগস্ট ফরাসী নৌবহরকে বিধ্বস্ত করেন। পরাজিত নেপোলিয়ন কোনক্রমে ফ্রান্সে পালিয়ে আসতে বাধ্য হন। এই যুদ্ধে ফ্রান্সের ক্ষতি হলেও বীরত্ব ও সাহসিকতার জন্য নেপোলিয়নের মর্যাদা বৃদ্ধি পায় ৷ মিশর থেকে ফিরে আসার পর (১৭৯৯ খ্রিঃ) নেপোলিয়ন ডাইরেক্টরী ভেঙ্গে দিয়ে কনসালেট নামে এক নতুন শাসন ব্যবস্থা প্রবর্তন করেন।

১৮০৪ খ্রিঃ ফ্রান্সে প্রজাতন্ত্রের অবসান ঘটিয়ে নেপোলিয়ন নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন এবং সাম্রাজ্যের সর্বাঙ্গীন উন্নতির বিষয়ে সচেষ্ট হন। এদিকে ফরাসীদের অভ্যন্তরীণ উন্নতি লক্ষ করে ইউরোপের রাষ্ট্রবর্গ উদ্বিগ্ন হয়ে পড়ল। ইতিমধ্যে নেপোলিয়ন হল্যান্ড, সুইজারল্যান্ড, ইতালি প্রভৃতি রাজ্যগুলি দখল করে নেন। উদ্বিগ্ন রাশিয়া ইংলন্ড ও অস্ট্রিয়া মিলে একটি রাষ্ট্রজোট গঠন করে। এটি ছিল ইউরোপের তৃতীয় রাষ্ট্রজোট। নানান কারণে ইংরাজের সঙ্গেও ফ্রান্সের যুদ্ধ অনিবার্য হয়ে পড়ল।

নেপোলিয়ন তার বাহিনীকে অস্ট্রিয়ার বিরুদ্ধে পরিচালিত করলেন। ১৮০৫ খ্রিঃ ২১ শে অক্টোবর উলম – এর যুদ্ধে অস্ট্রিয়ার বাহিনী পর্যুদস্ত হলে সেনাপতি কম্যান্ডার ম্যাক ৩০ হাজার সৈন্য নিয়ে তার কাছে আত্মসমর্পণ করেন। এরপর অস্ট্রিয়া ও রাশিয়ার সম্মিলিত বাহিনী নেপোলিয়নকে আক্রমণ করলে অস্টারনিজ নামক স্থানে তুমুল যুদ্ধ হয়। দুই রাষ্ট্রের মিলিত শক্তি নেপোলিয়নের কাছে পরাজিত হয়। নেপোলিয়ান ইতালির রাজা বলে স্বীকৃত হলেন। এরপর তৃতীয় রাষ্ট্রজোট ভেঙ্গে যায়।

এতদিনের যুদ্ধে প্রাশিয়া ছিল নিরপেক্ষ। কিন্তু ফরাসী বাহিনীর অগ্রগতি লক্ষ করে প্রাশিয়া ফ্রান্সকে বাধা দেবার পরিকল্পনা করে। ১৪ ই অক্টোবর জেনা এবং অস্টারলিজের যুদ্ধে প্রাশিয়া পরাজিত হয় এবং নেপোলিয়নের বাহিনী বার্লিনে উপস্থিত হয়। নেপোলিয়ন জার্মানিকে পুনর্গঠিত করলেন। রাইন রাষ্ট্রসঙ্ঘ গঠন করা হল ৷ প্রাশিয়ার পরাজয় রাশিয়াকে স্বাভাবিক ভাবেই ভীত করে তুলল। তারা নেপোলিয়নের অগ্রগতিকে বাধা দিতে অগ্রসর হলে ১৮০৭ খ্রিঃ ১৪ ই জুন ফ্রিডল্যান্ড নামক স্থানে দুই বাহিনীর মুখোমুখি সংঘর্ষ হয়।

যুদ্ধে রুশবাহিনী নেপোলিয়নের হাতে সম্পূর্ণ পর্যুদস্ত হয়। ৭ ই ও ৯ ই জুলাই জার প্রথম আলেকজান্ডার নেপোলিয়নের সঙ্গে যে সন্ধি করেন তার নাম টিলজিটো সন্ধি। এইভাবে উপর্যুপরি কয়েকটি যুদ্ধের বিজয়ের ফলে কার্যত নেপোলিয়নই হয়ে উঠলেন ইউরোপের সর্বেসর্বা। ইংলন্ডকে সম্পূর্ণভাবে পর্যুদস্ত না করে নেপোলিয়ন স্বস্তি পাচ্ছিলেন না। টিলজিটো – এর সন্ধির পর তিনি ইউরোপে ইংলন্ডের শ্রেষ্ঠত্ব অবদমিত করবার উদ্দেশ্যে প্রত্যক্ষ ভাবে যুদ্ধে না নেমে পরোক্ষ ব্যবস্থা নেবার সংকল্প করলেন।

অর্থনৈতিক আঘাতই হবে সেই পরোক্ষ আঘাত। নেপোলিয়ন অবিলম্বে মহাদেশীয় ব্যবস্থা নামে এক অর্থনৈতিক অবরোধের নীতি গ্রহণ করলেন। এই নীতি গ্রহণের ফলে ১৮০০ খ্রিঃ স্পেন ও পর্তুগালে ফরাসী বিক্ষোেভ তীব্র হয়ে উঠল এবং স্পেনে ফ্রান্সের প্রভাব অনেকটাই ক্ষুণ্ণ হয়। এই সুযোগ গ্রহণ করে অস্ট্রিয়া। ইংলন্ডের সমর্থনপুষ্ট হয়ে তারা আবার ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ১৮০৯ খ্রিঃ ১৩ ই মে ফরাসী বাহিনী ভিয়েনার অভ্যন্তরে উপস্থিত হয়।

গোড়ার দিকে বিপর্যস্ত হলেও ৫ ই জুলাই ওয়াগ্রামে যে যুদ্ধ হয় তাতে ফরাসী বাহিনী অনেকটা সামলে নিল। কিন্তু বিপক্ষ বাহিনীকে সম্পূর্ণভাবে পর্যুদস্ত করতে পারল না। তবে ইউরোপে নেপোলিয়নের আধিপত্য তাতে কিছুমাত্র বিচলিত হল না। এই পরিস্থিতিতে ১৮১২ খ্রিঃ ছয় লক্ষ সৈন্য নিয়ে নেপোলিয়ন রাশিয়া অভিযানে অগ্রসর হলেন। রুশবাহিনী পর্যুদস্ত হয়ে পশ্চাদপসরণ করে কিন্তু তারা পোড়ামাটি নীতি অবলম্বন করে গ্রাম নগর ও খাদ্যশস্য ধ্বংস করে দিয়ে গেল। ফলে বিরাট সৈন্যবাহিনীর রসদ যোগানোর বিষয়ে নেপোলিয়ন নিশ্চিতভাবে বিপর্যয়ের মুখে পড়লেন। বেরোডিনে নামক স্থানে উভয় বাহিনীর যুদ্ধ হয় ৭ ই সেপ্টেম্বর।

এই যুদ্ধে বিপুল ক্ষয়ক্ষতি স্বীকার করতে হলেও ১৬ ই সেপ্টেম্বর ফরাসী বাহিনী মস্কোয় প্রবেশ করে। এই অভিযান যে নেপোলিয়নের ক্ষেত্রে চরম ভুল হয়েছিল তার প্রমাণ হয় যখন ফেরার পথে রুশ গেরিলাদের আক্রমণে ফরাসী বাহিনী একেবারেই পর্যুদস্ত হল। নেপোলিয়ন যখন কোনক্রমে দেশে ফিরে এলেন তখন তাঁর সঙ্গে মাত্র ৫০ হাজার সৈন্য ফিরতে পারল। মহাপরাক্রান্ত নেপোলিয়নকেও পর্যুদস্ত করা সম্ভব, রাশিয়া এই বিশ্বাস জাগিয়ে তুলতে সক্ষম হল।

ফলে ইউরোপে নেপোলিয়নের শত্রুরাষ্ট্রগুলি ঐক্যবদ্ধ হবার প্রেরণা লাভ করল। জার্মানি থেকে নেপোলিয়নকে বিতাড়নের পরিকল্পনা নিয়ে ইংলন্ড ও রাশিয়ার সঙ্গে ১৮১৩ খ্রিঃ প্রাশিয়াও যোগ দিল। কিন্তু ওই বছর ২ রা এবং ২০ শে মে তারিখে ল্যুটজেন ও ব্যুটজেনের যুদ্ধে নেপোলিয়ন সম্মিলিত রাশিয়ান ও প্রাশিয়ান বাহিনীকে পরাস্ত করলেন। ইতিমধ্যে অস্ট্রিয়াও নেপোলিয়ন বিরোধী জোটে যোগ দিল।

আরও পড়ুন: দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ জীবনী

আরও পড়ুন: খান আবদুল গফফর খান জীবনী

আরও পড়ুন: ক্ষুদিরাম বসু জীবনী

আরও পড়ুন: অরবিন্দ ঘোষ জীবনী

আরও পড়ুন: বিনয় – বাদল – দীনেশ জীবনী

এই সম্মিলিত বাহিনীর সঙ্গে দ্বিতীয় বারের মত ফরাসীবাহিনীর যুদ্ধ হল লিপজিগে। ১৬ ই থেকে ১৯ শে নভেম্বর পর্যন্ত যুদ্ধ চলে এবং নেপোলিয়ন মিত্রবাহিনীর কাছে পরাজিত হলেন। ১৭৯৩ খ্রিঃ পর থেকে এই প্রথম ফ্রান্সের পরাজয় ঘটল। এই পরাজয়ের পর থেকেই নেপোলিয়ন নিজ দেশেই জনপ্রিয়তা হারাতে শুরু করলেন। ক্রমেই তার অবস্থা শোচনীয় হয়ে উঠতে লাগল। গোটা দেশজুড়ে তার বিরুদ্ধে বিক্ষোভ ধূমায়িত হয়ে উঠল।

এককালে যে সকল ব্যবসায়ী, উচ্চপদস্থ রাজকর্মচারী ও সম্ভ্রান্ত ব্যক্তি তার সাহায্যে উপকৃত হয়েছিল তারাই হয়ে উঠল তার প্রধান প্রতিপক্ষ। ১৮১৪ খ্রিঃ নেপোলিয়নের নিজস্ব সেনেটই তার পদত্যাগ দাবি করল। পরিস্থিতির চাপে পড়ে সম্রাটকে ফ্রান্সের সিংহাসনের দাবি ত্যাগ করতে হল। এলবার শাসনভার নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হল। ১৮১৫ খ্রিঃ মার্চ মাসে নেপোলিয়ন পুনরায় সিংহাসনের দাবি নিয়ে ফ্রান্সে উপস্থিত হলেন।

এই সময়ে সমগ্র ইউরোপ তার বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ হল এবং ১৮১৫ খ্রিঃ ১৮ ই জুন ওয়াটারলুর প্রান্তরে উভয়পক্ষের রক্তক্ষয়ী সংগ্রাম শুরু হল। যুদ্ধে নেপোলিয়ন ওয়েলিংটনের হাতে সম্পূর্ণভাবে পরাজিত হলেন। দুর্জয় বীর নেপোলিয়ন অবশেষে বন্দী হলেন। তাকে দক্ষিণ আটলান্টিকের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হল। এখানেই ১৮২৯ খ্রিঃ বন্দী অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নেপোলিয়নের জীবন ও কীর্তি নিয়ে পরবর্তীকালে বহু গ্রন্থ রচিত হয়েছে। এই বিপুল গ্রন্থরাজিকে তিনটি শ্রেণীতে বিভক্ত করা যায়। সেগুলো হল —(১) সমসাময়িক ব্যক্তিদের এবং তার সেনাপতিদের জীবনকাহিনী। (২) সমসাময়িকদের দ্বারা যেমন— Bourrienne, Las Cases, Forsyth, O Mears প্রভৃতি রচিত ব্যক্তিগত জীবনকথা এবং (৩) আধুনিককালে রচিত সমালোচনা মূলক গ্রন্থ সমূহ। আধুনিক কালের লেখকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, Lanfrey, Jung, Seelay, O ‘ Connor Morris, Walsley, Sloane প্রভৃতি।

আরও পড়ুন: ভগৎ সিং জীবনী

আরও পড়ুন: মাতঙ্গিনী হাজরা জীবনী

আরও পড়ুন: জোন অব আর্ক জীবনী

আরও পড়ুন: আব্রাহাম লিংকন জীবনী

আরও পড়ুন: জর্জ ওয়াশিংটন জীবনী

Share this:

  • Click to share on WhatsApp (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on Telegram (Opens in new window)
  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Pinterest (Opens in new window)
  • Click to print (Opens in new window)

Leave a Reply Cancel reply

নতুন চাকরির খবর.

SSC Staff Recruitment 2024

এসএসসির মাধ্যমে প্রচুর কর্মী নিয়োগ 2024 | SSC Staff Recruitment 2024

Upper Division Clerk Recruitment 2024

আপার ডিভিশন ক্লার্ক নিয়োগ 2024 | Upper Division Clerk Recruitment 2024

AI Airport Services Limited Recruitment 2024

মাধ্যমিক পাশে এয়ারপোর্টে কর্মী নিয়োগ 2024 | AI Airport Services Limited...

South East Central Railway Recruitment 2024

দক্ষিণ পূর্ব মধ্য রেলে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস নিয়োগ 2024 | South East...

Kolkata Metro Rail Accounts Recruitment 2024

কলকাতা মেট্রো রেলে অ্যাকাউন্ট নিয়োগ 2024 | Kolkata Metro Rail Accounts...

জর্জেস কুভিয়ার জীবনী – georges cuvier biography in bengali, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করবেন কীভাবে জেনে নিন বিস্তারিত.

File : নেপোলিয়ন বোনাপার্টের জীবনচরিত.pdf

File history, file usage on commons, file usage on other wikis.

File:নেপোলিয়ন বোনাপার্টের জীবনচরিত.pdf

Original file ‎ (2,481 × 3,508 pixels, file size: 12 MB, MIME type: application/pdf , 198 pages)

Summary [ edit ]

image of artwork listed in title parameter on this page

Licensing [ edit ]

Click on a date/time to view the file as it appeared at that time.

You cannot overwrite this file.

The following 2 pages use this file:

  • File:4990010053636 - Life Of Napoleon Bonaparte Ed. 2nd, Chatterjee, Shyama Charan, 206p, GEOGRAPHY. BIOGRAPHY. HISTORY, bengali (1883).pdf (file redirect)
  • File:নেপোলিয়ন বোনাপার্টের জীবনচরিত.pdf

The following other wikis use this file:

  • নির্ঘণ্ট:নেপোলিয়ন বোনাপার্টের জীবনচরিত.pdf
  • পাতা:নেপোলিয়ন বোনাপার্টের জীবনচরিত.pdf/১
  • পাতা:নেপোলিয়ন বোনাপার্টের জীবনচরিত.pdf/২

This file contains additional information such as Exif metadata which may have been added by the digital camera, scanner, or software program used to create or digitize it. If the file has been modified from its original state, some details such as the timestamp may not fully reflect those of the original file. The timestamp is only as accurate as the clock in the camera, and it may be completely wrong.

napoleon bonaparte biography in bengali

Structured data

In dieser datei abgebildete objekte, main subject, nepoleon bonaparter jeebancharit.

  • Books in Bengali
  • Bengali scans from Digital Library of India
  • Books with SDC link missing
  • Books with Wikidata item
  • PD US expired
  • Books uploaded by Jayanta Nath
  • Files with no machine-readable source

Navigation menu

napoleon bonaparte biography in bengali

  • History Classics
  • Your Profile
  • Find History on Facebook (Opens in a new window)
  • Find History on Twitter (Opens in a new window)
  • Find History on YouTube (Opens in a new window)
  • Find History on Instagram (Opens in a new window)
  • Find History on TikTok (Opens in a new window)
  • This Day In History
  • History Podcasts
  • History Vault

Napoleon Bonaparte

By: History.com Editors

Updated: April 24, 2023 | Original: November 9, 2009

Painting depicting Napoleon crossing the Alps.

Napoleon Bonaparte (1769-1821), also known as Napoleon I, was a French military leader and emperor who conquered much of Europe in the early 19th century. Born on the island of Corsica, Napoleon rapidly rose through the ranks of the military during the French Revolution (1789-1799). After seizing political power in France in a 1799 coup d’état, he crowned himself emperor in 1804. Shrewd, ambitious and a skilled military strategist, Napoleon successfully waged war against various coalitions of European nations and expanded his empire. However, after a disastrous French invasion of Russia in 1812, Napoleon abdicated the throne two years later and was exiled to the island of Elba. In 1815, he briefly returned to power in his Hundred Days campaign. After a crushing defeat at the Battle of Waterloo, he abdicated once again and was exiled to the remote island of Saint Helena, where he died at 51.

Napoleon’s Education and Early Military Career

Napoleon Bonaparte was born on August 15, 1769, in Ajaccio, on the Mediterranean island of Corsica. He was the second of eight surviving children born to Carlo Buonaparte (1746-1785), a lawyer, and Letizia Romalino Buonaparte (1750-1836). Although his parents were members of the minor Corsican nobility, the family was not wealthy. The year before Napoleon’s birth, France acquired Corsica from the city-state of Genoa, Italy. Napoleon later adopted a French spelling of his last name.

As a boy, Napoleon attended school in mainland France, where he learned the French language, and went on to graduate from a French military academy in 1785. He then became a second lieutenant in an artillery regiment of the French army. The French Revolution began in 1789, and within three years revolutionaries had overthrown the monarchy and proclaimed a French republic. During the early years of the revolution, Napoleon was largely on leave from the military and home in Corsica, where he became affiliated with the Jacobins, a pro-democracy political group. In 1793, following a clash with the nationalist Corsican governor, Pasquale Paoli (1725-1807), the Bonaparte family fled their native island for mainland France, where Napoleon returned to military duty.

In France, Napoleon became associated with Augustin Robespierre (1763-1794), the brother of revolutionary leader Maximilien Robespierre (1758-1794), a Jacobin who was a key force behind the Reign of Terror (1793-1794), a period of violence against enemies of the revolution. During this time, Napoleon was promoted to the rank of brigadier general in the army. However, after Robespierre fell from power and was guillotined (along with Augustin) in July 1794, Napoleon was briefly put under house arrest for his ties to the brothers.

In 1795, Napoleon helped suppress a royalist insurrection against the revolutionary government in Paris and was promoted to major general.

Did you know? In 1799, during Napoleon’s military campaign in Egypt, a French soldier named Pierre Francois Bouchard (1772-1832) discovered the Rosetta Stone. This artifact provided the key to cracking the code of Egyptian hieroglyphics, a written language that had been dead for almost 2,000 years.

Napoleon’s Rise to Power

Since 1792, France’s revolutionary government had been engaged in military conflicts with various European nations. In 1796, Napoleon commanded a French army that defeated the larger armies of Austria, one of his country’s primary rivals, in a series of battles in Italy. In 1797, France and Austria signed the Treaty of Campo Formio, resulting in territorial gains for the French.

The following year, the Directory, the five-person group that had governed France since 1795, offered to let Napoleon lead an invasion of England. Napoleon determined that France’s naval forces were not yet ready to go up against the superior British Royal Navy. Instead, he proposed an invasion of Egypt in an effort to wipe out British trade routes with India. Napoleon’s troops scored a victory against Egypt’s military rulers, the Mamluks, at the Battle of the Pyramids in July 1798; soon, however, his forces were stranded after his naval fleet was nearly decimated by the British at the Battle of the Nile in August 1798. In early 1799, Napoleon’s army launched an invasion of Ottoman Empire -ruled Syria , which ended with a failed siege of Acre, located in modern-day Israel . That summer, with the political situation in France marked by uncertainty, the ever-ambitious and cunning Napoleon opted to abandon his army in Egypt and return to France.

The Coup of 18 Brumaire

In November 1799, in an event known as the coup of 18 Brumaire, Napoleon was part of a group that successfully overthrew the French Directory.

The Directory was replaced with a three-member Consulate, and 5'7" Napoleon became first consul, making him France’s leading political figure. In June 1800, at the Battle of Marengo, Napoleon’s forces defeated one of France’s perennial enemies, the Austrians, and drove them out of Italy. The victory helped cement Napoleon’s power as first consul. Additionally, with the Treaty of Amiens in 1802, the war-weary British agreed to peace with the French (although the peace would only last for a year).

Napoleon worked to restore stability to post-revolutionary France. He centralized the government; instituted reforms in such areas as banking and education; supported science and the arts; and sought to improve relations between his regime and the pope (who represented France’s main religion, Catholicism), which had suffered during the revolution. One of his most significant accomplishments was the Napoleonic Code , which streamlined the French legal system and continues to form the foundation of French civil law to this day.

In 1802, a constitutional amendment made Napoleon first consul for life. Two years later, in 1804, he crowned himself emperor of France in a lavish ceremony at the Cathedral of Notre Dame in Paris.

Napoleon’s Marriages and Children

In 1796, Napoleon married Josephine de Beauharnais (1763-1814), a stylish widow six years his senior who had two teenage children. More than a decade later, in 1809, after Napoleon had no offspring of his own with Empress Josephine, he had their marriage annulled so he could find a new wife and produce an heir. In 1810, he wed Marie Louise (1791-1847), the daughter of the emperor of Austria. The following year, she gave birth to their son, Napoleon François Joseph Charles Bonaparte (1811-1832), who became known as Napoleon II and was given the title king of Rome. In addition to his son with Marie Louise, Napoleon had several illegitimate children.

The Reign of Napoleon I

From 1803 to 1815, France was engaged in the Napoleonic Wars, a series of major conflicts with various coalitions of European nations. In 1803, partly as a means to raise funds for future wars, Napoleon sold France’s Louisiana Territory in North America to the newly independent United States for $15 million, a transaction that later became known as the Louisiana Purchase .

In October 1805, the British wiped out Napoleon’s fleet at the Battle of Trafalgar . However, in December of that same year, Napoleon achieved what is considered to be one of his greatest victories at the Battle of Austerlitz, in which his army defeated the Austrians and Russians. The victory resulted in the dissolution of the Holy Roman Empire and the creation of the Confederation of the Rhine.

Beginning in 1806, Napoleon sought to wage large-scale economic warfare against Britain with the establishment of the so-called Continental System of European port blockades against British trade. In 1807, following Napoleon’s defeat of the Russians at Friedland in Prussia, Alexander I (1777-1825) was forced to sign a peace settlement, the Treaty of Tilsit. In 1809, the French defeated the Austrians at the Battle of Wagram, resulting in further gains for Napoleon.

During these years, Napoleon reestablished a French aristocracy (eliminated in the French Revolution) and began handing out titles of nobility to his loyal friends and family as his empire continued to expand across much of western and central continental Europe.

Napoleon’s Downfall and First Abdication

In 1810, Russia withdrew from the Continental System. In retaliation, Napoleon led a massive army into Russia in the summer of 1812. Rather than engaging the French in a full-scale battle, the Russians adopted a strategy of retreating whenever Napoleon’s forces attempted to attack. As a result, Napoleon’s troops trekked deeper into Russia despite being ill-prepared for an extended campaign.

In September, both sides suffered heavy casualties in the indecisive Battle of Borodino. Napoleon’s forces marched on to Moscow, only to discover almost the entire population evacuated. Retreating Russians set fires across the city in an effort to deprive enemy troops of supplies. After waiting a month for a surrender that never came, Napoleon, faced with the onset of the Russian winter, was forced to order his starving, exhausted army out of Moscow. During the disastrous retreat, his army suffered continual harassment from a suddenly aggressive and merciless Russian army. Of Napoleon’s 600,000 troops who began the campaign, only an estimated 100,000 made it out of Russia.

At the same time as the catastrophic Russian invasion, French forces were engaged in the Peninsular War (1808-1814), which resulted in the Spanish and Portuguese, with assistance from the British, driving the French from the Iberian Peninsula. This loss was followed in 1813 by the Battle of Leipzig , also known as the Battle of Nations, in which Napoleon’s forces were defeated by a coalition that included Austrian, Prussian, Russian and Swedish troops. Napoleon then retreated to France, and in March 1814 coalition forces captured Paris.

On April 6, 1814, Napoleon, then in his mid-40s, was forced to abdicate the throne. With the Treaty of Fontainebleau, he was exiled to Elba, a Mediterranean island off the coast of Italy. He was given sovereignty over the small island, while his wife and son went to Austria.

napoleon bonaparte biography in bengali

HISTORY Vault: Napoleon Bonaparte: The Glory of France

Explore the extraordinary life and times of Napoleon Bonaparte, the great military genius who took France to unprecedented heights of power, and then brought it to its knees when his ego spun out of control.

Hundred Days Campaign and Battle of Waterloo

On February 26, 1815, after less than a year in exile, Napoleon escaped Elba and sailed to the French mainland with a group of more than 1,000 supporters. On March 20, he returned to Paris, where he was welcomed by cheering crowds. The new king, Louis XVIII (1755-1824), fled, and Napoleon began what came to be known as his Hundred Days campaign.

Upon Napoleon’s return to France, a coalition of allies–the Austrians, British, Prussians and Russians–who considered the French emperor an enemy began to prepare for war. Napoleon raised a new army and planned to strike preemptively, defeating the allied forces one by one before they could launch a united attack against him.

In June 1815, his forces invaded Belgium, where British and Prussian troops were stationed. On June 16, Napoleon’s troops defeated the Prussians at the Battle of Ligny. However, two days later, on June 18, at the Battle of Waterloo near Brussels, the French were crushed by the British, with assistance from the Prussians.

On June 22, 1815, Napoleon was once again forced to abdicate.

Napoleon’s Final Years

In October 1815, Napoleon was exiled to the remote, British-held island of Saint Helena, in the South Atlantic Ocean. He died there on May 5, 1821, at age 51, most likely from stomach cancer. (During his time in power, Napoleon often posed for paintings with his hand in his vest, leading to some speculation after his death that he had been plagued by stomach pain for years.) Napoleon was buried on the island despite his request to be laid to rest “on the banks of the Seine, among the French people I have loved so much.” In 1840, his remains were returned to France and entombed in a crypt at Les Invalides in Paris, where other French military leaders are interred.

Napoleon Bonaparte Quotes

  • “The only way to lead people is to show them a future: a leader is a dealer in hope.”
  • “Never interrupt your enemy when he is making a mistake.”
  • “Envy is a declaration of inferiority.”
  • “The reason most people fail instead of succeed is they trade what they want most for what they want at the moment.”
  • “If you wish to be a success in the world, promise everything, deliver nothing.”

napoleon bonaparte biography in bengali

Sign up for Inside History

Get HISTORY’s most fascinating stories delivered to your inbox three times a week.

By submitting your information, you agree to receive emails from HISTORY and A+E Networks. You can opt out at any time. You must be 16 years or older and a resident of the United States.

More details : Privacy Notice | Terms of Use | Contact Us

Biography of Napoleon Bonaparte, Great Military Commander

At its height, his empire covered much of Europe

GeorgiosArt / Getty Images

  • European History Figures & Events
  • Wars & Battles
  • The Holocaust
  • European Revolutions
  • Industry and Agriculture History in Europe
  • American History
  • African American History
  • African History
  • Ancient History and Culture
  • Asian History
  • Latin American History
  • Medieval & Renaissance History
  • Military History
  • The 20th Century
  • Women's History
  • M.A., Medieval Studies, Sheffield University
  • B.A., Medieval Studies, Sheffield University

Napoleon Bonaparte (August 15, 1769–May 5, 1821), one of the greatest military commanders in history, was the twice- emperor of France whose military endeavors and sheer personality dominated Europe for a decade.

In military affairs, legal issues, economics, politics, technology, culture, and society in general, his actions influenced the course of European history for over a century, and some argue, to this very day.

Fast Facts: Napoleon Bonaparte

  • Known For : Emperor of France, conqueror of much of Europe
  • Also Known As : Emperor Napoleon Bonaparte, Napoleon 1st of France, The Little Corporal , The Corsican
  • Born : August 15, 1769 in Ajaccio, Corsica
  • Parents : Carlo Buonaparte, Letizia Ramolino
  • Died : May 5, 1821 on Saint Helena, United Kingdom
  • Published Works : Le souper de Beaucaire (Supper at Beaucaire), a pro-republican pamphlet (1793); the Napoleonic Code , the French civil code (1804); authorized the publication of Description de l'Égypte , a multivolume work authored by dozens of scholars detailing Egypt's archeology, topography, and natural history (1809-1821)
  • Awards and Honors : Founder and grand master of the Legion of Honor (1802), the Order of the Iron Crown (1805), the Order of the Reunion (1811)
  • Spouse(s) : Josephine de Beauharnais (m. March 8, 1796–Jan. 10, 1810), Marie-Louise (m. April 2, 1810–May 5, 1821)
  • Children : Napoleon II
  • Notable Quote : "Great ambition is the passion of a great character. Those endowed with it may perform very good or very bad acts. All depends on the principles which direct them."

Napoleon was born in Ajaccio, Corsica, on August 15, 1769, to Carlo Buonaparte , a lawyer and political opportunist, and his wife Marie-Letizia . The Buonapartes were a wealthy family from the Corsican nobility, although when compared to the great aristocracies of France, Napoleon's kin were poor.

Napoleon entered the military academy at Brienne in 1779. He moved to the Parisian École Royale Militaire in 1784 and graduated a year later as a second lieutenant in the artillery. Spurred on by his father's death in February 1785, the future emperor had completed in one year a course that often took three.

Early Career

Despite being posted on the French mainland, Napoleon was able to spend much of the next eight years in Corsica thanks to his ferocious letter writing and rule-bending, as well as the effects of the French Revolution (which led to the French Revolutionary Wars ) and sheer good luck. There he played an active part in political and military matters, initially supporting the Corsican rebel Pasquale Paoli, a former patron of Carlo Buonaparte.

Military promotion also followed, but Napoleon became opposed to Paoli and when civil war erupted in 1793 the Buonapartes fled to France, where they adopted the French version of their name: Bonaparte.

The French Revolution had decimated the republic's officer class and favored individuals could achieve swift promotion, but Napoleon's fortunes rose and fell as one set of patrons came and went. By December 1793, Napoleon was the hero of Toulon , a general and favorite of Augustin Robespierre; shortly after the wheel of revolution turned and Napoleon was arrested for treason. Tremendous political flexibility saved him and the patronage of Vicomte Paul de Barras, soon to be one of France's three "Directors," followed.

Napoleon became a hero again in 1795, defending the government from angry counter-revolutionary forces; Baras rewarded Napoleon by promoting him to high military office, a position with access to the political spine of France. Napoleon swiftly grew into one of the country's most respected military authorities, largely by never keeping his opinions to himself, and he married Josephine de Beauharnais in 1796.

Rise to Power

In 1796, France attacked Austria. Napoleon was given command of the Army of Italy , whereupon he welded a young, starving and disgruntled army into a force which won victory after victory against theoretically stronger Austrian opponents.

Napoleon returned to France in 1797 as the nation's brightest star, having fully emerged from the need for a patron. Ever a great self-publicist, he maintained the profile of a political independent, thanks partly to the newspapers he now ran.

In May 1798, Napoleon left for a campaign in Egypt and Syria, prompted by his desire for fresh victories, the French need to threaten Britain's empire in India and the Directory's concerns that their famous general might seize power.

The Egyptian campaign was a military failure (although it had a great cultural impact) and a change of government in France caused Bonaparte to leave—some might say abandon—his army and return in the August 1799. Shortly after he took part in the Brumaire coup of November 1799, finishing as a member of the Consulate, France's new ruling triumvirate.

First Consul

The transfer of power might not have been smooth, owing much to luck and apathy, but Napoleon's great political skill was clear; by February 1800, he was established as the First Consul, a practical dictatorship with a constitution wrapped firmly around him. However, France was still at war with her fellows in Europe and Napoleon set out to beat them. He did so within a year, although the key triumph, the Battle of Marengo, fought in June 1800, was won by the French General Desaix.

From Reformer to Emperor

Having concluded treaties that left Europe at peace, Bonaparte began working on France, reforming the economy, legal system (the famous and enduring Code Napoleon), church, military, education, and government. He studied and commented on minute details, often while traveling with the army, and the reforms continued for most of his rule. Bonaparte exhibited skill as both legislator and statesmen.

Napoleon's popularity remained high, helped by his mastery of propaganda but also genuine national support, and he was elected Consulate for life by the French people in 1802 and Emperor of France in 1804, a title which he worked hard to maintain and glorify. Initiatives like the Concordat with the Church and the Code helped secure his status.

Return to War

Europe was not at peace for long. Napoleon's fame, ambitions, and character were based on conquest, making it almost inevitable that his reorganized Grande Armée would fight further wars. However, other European countries also sought conflict, for not only did they distrust and fear Napoleon, but they also retained their hostility toward revolutionary France.

For the next eight years, Napoleon dominated Europe, fighting and defeating a range of alliances involving combinations of Austria, Britain, Russia, and Prussia. Sometimes his victories were crushing—such as Austerlitz in 1805, often cited as the greatest military victory ever—and at other times, he was either very lucky, fought almost to a standstill, or both.

Napoleon forged new states in Europe, including the German Confederation—built from the ruins of the Holy Roman Empire —and the Duchy of Warsaw, while also installing his family and favorites in positions of great power. The reforms continued and Napoleon had an ever-increasing effect on culture and technology, becoming a patron of both the arts and sciences while stimulating creative responses across Europe.

Disaster in Russia

The Napoleonic Empire may have shown signs of decline by 1811, including a downturn in diplomatic fortunes and continuing failure in Spain, but such matters were overshadowed by what happened next. In  1812 Napoleon went to war with Russia , assembling a force of over 400,000 soldiers, accompanied by the same number of followers and support. Such an army was almost impossible to feed or adequately control and the Russians repeatedly retreated, destroying the local resources and separating Napoleon's army from its supplies.

Napoleon continually dithered, eventually reaching Moscow on Sept. 8, 1812, after the Battle of Borodino, a bludgeoning conflict where over 80,000 soldiers died. However, the Russians refused to surrender, instead torching Moscow and forcing Napoleon into a long retreat back to friendly territory. The Grande Armée was assailed by starvation, extremes of weather and terrifying Russian partisans throughout, and by the end of 1812 only 10,000 soldiers were able to fight. Many of the rest had died in horrible conditions, with the camp's followers faring even worse.

A coup had been attempted in Napoleon's absence from France and his enemies in Europe were reinvigorated, forming a grand alliance intent on removing him. Vast numbers of enemy soldiers advanced across Europe toward France, overturning the states Bonaparte had created. The combined forces of Russia, Prussia, Austria, and others just used a simple plan, retreating from the emperor himself and advancing again when he moved to face the next threat.

Throughout 1813 and into 1814 the pressure grew on Napoleon; not only were his enemies grinding his forces down and approaching Paris, but the British had fought out of Spain and into France, the Grande Armée's Marshalls were underperforming and Bonaparte had lost the French public's support.

Nevertheless, for the first half of 1814 Napoleon exhibited the military genius of his youth, but it was a war he couldn't win alone. On March 30, 1814, Paris surrendered to allied forces without a fight and, facing massive betrayal and impossible military odds, Napoleon abdicated as Emperor of France; he was exiled to the Island of Elba.

Second Exile and Death

Napoleon made a sensational  return to power in 1815 . Traveling to France in secret, he attracted vast support and reclaimed his imperial throne, as well as reorganizing the army and government. After a series of initial engagements, Napoleon was narrowly defeated in one of history's greatest battles: Waterloo.

This final adventure had occurred in less than 100 days, closing with Napoleon's second abdication on June 25, 1815, whereupon British forces forced him into further exile. Housed on St. Helena, a small rocky island well away from Europe in the South Atlantic Ocean, Napoleon's health and character fluctuated; he died within six years, on May 5, 1821, at age 51.

Napoleon helped perpetuate a state of European-wide warfare that lasted for 20 years. Few individuals have ever had such a huge effect on the world, on economics, politics, technology, culture, and society.

Napoleon may not have been a general of utter genius, but he was very good; he may not have been the best politician of his age, but he was often superb; he may not have been a perfect legislator, but his contributions were hugely important. Napoleon used his talents—through luck, talent, or force of will—to rise from chaos and then build, lead, and spectacularly destroy an empire before doing it all again in a tiny microcosm one year later. Whether a hero or tyrant, the reverberations were felt across Europe for a century.

  • I, Napoleon. “ Description of Egypt. Second Edition. Antiquities, Volume One (Plates). ”  WDL RSS , Detroit Publishing Company, 1 Jan. 1970.
  • “ 16 Most Remarkable Napoleon Bonaparte Quotes. ”  Goalcast , Goalcast, 6 Dec. 2018.
  • Editors, History.com. “ Napoleon Bonaparte. ”  History.com , A&E Television Networks, 9 Nov. 2009.
  • Letizia Bonaparte: Napoleon's Mother
  • The French Revolutionary and Napoleonic Wars
  • Bonaparte / Buonaparte
  • How Napoleon Became Emperor
  • Influential Leaders in European History
  • Historical Profile of France
  • Charles Maurice De Talleyrand: Skilled Diplomat or Turncoat?
  • A Beginner's Guide to the French Revolution
  • The 19 Best Books on the Napoleonic Wars
  • A History of the Napoleonic Code (Code Napoléon)
  • Napoleon and the Italian Campaign of 1796–7
  • Napoleon and the Siege of Toulon 1793
  • Napoleonic Wars: Marshal Jean-Baptiste Bernadotte
  • When and How the French Revolution Ended
  • Napoleonic Wars: Marshal Michel Ney

Gksolve

নেপোলিয়ন বোনাপার্ট জীবনী | Napoleon Bonaparte Biography in Bengali

Napoleon Bonaparte Biography in Bengali

নেপোলিয়ন বোনাপার্ট জীবনী:  Gksolve.in আপনাদের জন্য নিয়ে এসেছে  Napoleon Bonaparte Biography in Bengali . আপনারা যারা  নেপোলিয়ন বোনাপার্ট  সম্পর্কে জানতে আগ্রহী  নেপোলিয়ন বোনাপার্ট এর জীবনী  টি পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন।

Table of Contents

নেপোলিয়ন বোনাপার্ট কে ছিলেন? Who is Napoleon Bonaparte?

নেপোলিয়ন বোনাপার্ট বা নাপোলেওঁ বোনাপার্ত (ফরাসি: Napoléon Bonaparte) (১৫ই আগস্ট ১৭৬৯ – ৫ই মে ১৮২১) ছিলেন ফরাসি বিপ্লবের সময়কার একজন জেনারেল। তিনি ফরাসি প্রজাতন্ত্রের প্রথম কনসাল (First Consul) ছিলেন। তিনি (নেপলীয়) ১৮ মে ১৮০৪ থেকে ৬ এপ্রিল ১৮১৪ পর্যন্ত ফ্রান্সের সম্রাট ছিলেন এবং পুনরায় ১৮১৫ সালের ২০ মার্চ থেকে ২২ জুন পর্যন্ত স্বল্প সময়ের জন্য ফ্রান্সের সম্রাট ছিলেন। তিনি ইতালির রাজাও ছিলেন। এছাড়া তিনি সুইস কনফেডারেশনের মধ্যস্থাকারী এবং কনফেডারেশন অফ রাইনের রক্ষকও ছিলেন।

নেপোলিয়ন বোনাপার্ট জীবনী – Napoleon Bonaparte Biography in Bengali

নেপোলিয়ন বোনাপার্ট এর জন্ম: napoleon bonaparte’s birthday.

নেপোলিয়ন বোনাপার্ট 15 আগস্ট 1769 জন্মগ্রহণ করেন।

নেপোলিয়ন বোনাপার্ট এর পিতামাতা ও জন্মস্থান: Napoleon Bonaparte’s Parents And Birth Place

অদ্বিতীয় ফরাসী সম্রাট নেপোলিয়ন ছিলেন ফ্রান্সের নবজাগরণের প্রাণপুরুষ, মহান সৈনিক এবং কল্যাণকামী জননায়ক। কিন্তু সমগ্র জীবনে তিনি অগণিত মানুষের দুঃখ দুর্দশার কারণ হয়েছিলেন। সমগ্র জাতিকে ঠেলে দিয়েছিলেন ধ্বংসের মুখে। ১৭৬৯ খ্রিঃ ফ্রান্সের কর্সিকা দ্বীপে নেপোলিয়নের জন্ম। যৌবনের প্রারম্ভেই তিনি রুশো – ভলতেয়ার মন্টেসক – এর আদর্শে উদ্বুদ্ধ হন।

নেপোলিয়ন বোনাপার্ট এর কর্ম জীবন: Napoleon Bonaparte’s Work Life

সামরিক বিদ্যালয়ে শিক্ষা গ্রহণের পর সতের বছর বয়সে ফরাসী গোলন্দাজ বাহিনীতে যোগদান করেন। ইংরাজ বাহিনী ১৭৯৩ খ্রিঃ টুলো বন্দর অবরোধ করলে নেপোলিয়ান বীরত্বের সঙ্গে যুদ্ধ করে বন্দর রক্ষা করেন। এর দুবছর পরে ১৭৯৫ ক্রিঃ ফরাসী জনতা জাতীয়সভা আক্রমণ করলে নেপোলিয়ান তাদের নিরস্ত করে খ্যাতি অর্জন করেন।

১৭৯৬ খ্রিঃ ডাইরেক্টরী নেপোলিয়নকে ফরসী বাহিনীর সেনাধ্যক্ষ করে ইতালি অভিযানে পাঠায়। সেই সময় নেপোলিয়ানের বয়স মাত্র ছাব্বিশ বছর। ইতালিতে অভিযানে কৃতকার্য হবার পর ১৮০০ খ্রিঃ ১৪ ই জুন তিনি আঠারো হাজার সৈন্য নিয়ে অস্ট্রিয়ান বাহিনীকে আক্রমণ করেন। নেপোলিয়নের এই অভিযানও সফল হয় এবং অস্ট্রিয়ান সম্রাট তার সঙ্গে ক্যাম্পেন ফর মিডর সন্ধিতে স্বাক্ষর করতে বাধ্য হন।

বীরত্ব ও সাহসিকতার জন্য এইভাবে খুব অল্প সময়ের মধ্যেই নেপোলিয়ন ফ্রান্সের জনগণের মন জয় করে নেন। অস্ট্রিয়া অভিযানের পর ডাইরেক্টরী নেপোলিয়নকে ইংলন্ড আক্রমণের জন্য নিযুক্ত করে ৷ নেপোলিয়ন কিন্তু সরাসরি ইংলন্ড আক্রমণ না করে কৌশলের আশ্রয় নেন। তিনি অন্য দিকে অগ্রসর হয়ে মিশর আক্রমণ করেন এবং ১৭৯৮ খ্রিঃ ২১ শে জুলাই বিখ্যাত পিরামিড যুদ্ধে জয়লাভ করেন। মিশরে ফ্রান্সের আধিপত্য প্রতিষ্ঠিত হয়।

কিন্তু ফরাসীদের মিশরে বেশি দিন নির্বিঘ্নে কাটল না। অচিরেই বৃটিশ  সেনাপতি  নেলসন নীলনদের যুদ্ধে ১৭৯৮ খ্রিঃ ১ লা আগস্ট ফরাসী নৌবহরকে বিধ্বস্ত করেন। পরাজিত নেপোলিয়ন কোনক্রমে ফ্রান্সে পালিয়ে আসতে বাধ্য হন। এই যুদ্ধে ফ্রান্সের ক্ষতি হলেও বীরত্ব ও সাহসিকতার জন্য নেপোলিয়নের মর্যাদা বৃদ্ধি পায় ৷ মিশর থেকে ফিরে আসার পর (১৭৯৯ খ্রিঃ) নেপোলিয়ন ডাইরেক্টরী ভেঙ্গে দিয়ে কনসালেট নামে এক নতুন শাসন ব্যবস্থা প্রবর্তন করেন।

১৮০৪ খ্রিঃ ফ্রান্সে প্রজাতন্ত্রের অবসান ঘটিয়ে নেপোলিয়ন নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন এবং সাম্রাজ্যের সর্বাঙ্গীন উন্নতির বিষয়ে সচেষ্ট হন। এদিকে ফরাসীদের অভ্যন্তরীণ উন্নতি লক্ষ করে ইউরোপের রাষ্ট্রবর্গ উদ্বিগ্ন হয়ে পড়ল। ইতিমধ্যে নেপোলিয়ন হল্যান্ড, সুইজারল্যান্ড, ইতালি প্রভৃতি রাজ্যগুলি দখল করে নেন। উদ্বিগ্ন রাশিয়া ইংলন্ড ও অস্ট্রিয়া মিলে একটি রাষ্ট্রজোট গঠন করে। এটি ছিল ইউরোপের তৃতীয় রাষ্ট্রজোট। নানান কারণে ইংরাজের সঙ্গেও ফ্রান্সের যুদ্ধ অনিবার্য হয়ে পড়ল।

নেপোলিয়ন তার বাহিনীকে অস্ট্রিয়ার বিরুদ্ধে পরিচালিত করলেন। ১৮০৫ খ্রিঃ ২১ শে অক্টোবর উলম – এর যুদ্ধে অস্ট্রিয়ার বাহিনী পর্যুদস্ত হলে সেনাপতি কম্যান্ডার ম্যাক ৩০ হাজার সৈন্য নিয়ে তার কাছে আত্মসমর্পণ করেন। এরপর অস্ট্রিয়া ও রাশিয়ার সম্মিলিত বাহিনী নেপোলিয়নকে আক্রমণ করলে অস্টারনিজ নামক স্থানে তুমুল যুদ্ধ হয়। দুই রাষ্ট্রের মিলিত শক্তি নেপোলিয়নের কাছে পরাজিত হয়। নেপোলিয়ান ইতালির রাজা বলে স্বীকৃত হলেন। এরপর তৃতীয় রাষ্ট্রজোট ভেঙ্গে যায়।

এতদিনের যুদ্ধে প্রাশিয়া ছিল নিরপেক্ষ। কিন্তু ফরাসী বাহিনীর অগ্রগতি লক্ষ করে প্রাশিয়া ফ্রান্সকে বাধা দেবার পরিকল্পনা করে। ১৪ ই অক্টোবর জেনা এবং অস্টারলিজের যুদ্ধে প্রাশিয়া পরাজিত হয় এবং নেপোলিয়নের বাহিনী বার্লিনে উপস্থিত হয়। নেপোলিয়ন জার্মানিকে পুনর্গঠিত করলেন। রাইন  রাষ্ট্রসঙ্ঘ  গঠন করা হল ৷ প্রাশিয়ার পরাজয় রাশিয়াকে স্বাভাবিক ভাবেই ভীত করে তুলল। তারা নেপোলিয়নের অগ্রগতিকে বাধা দিতে অগ্রসর হলে ১৮০৭ খ্রিঃ ১৪ ই জুন ফ্রিডল্যান্ড নামক স্থানে দুই বাহিনীর মুখোমুখি সংঘর্ষ হয়।

যুদ্ধে রুশবাহিনী নেপোলিয়নের হাতে সম্পূর্ণ পর্যুদস্ত হয়। ৭ ই ও ৯ ই জুলাই জার প্রথম আলেকজান্ডার নেপোলিয়নের সঙ্গে যে সন্ধি করেন তার নাম টিলজিটো সন্ধি। এইভাবে উপর্যুপরি কয়েকটি যুদ্ধের বিজয়ের ফলে কার্যত নেপোলিয়নই হয়ে উঠলেন ইউরোপের সর্বেসর্বা। ইংলন্ডকে সম্পূর্ণভাবে পর্যুদস্ত না করে নেপোলিয়ন স্বস্তি পাচ্ছিলেন না। টিলজিটো – এর সন্ধির পর তিনি ইউরোপে ইংলন্ডের শ্রেষ্ঠত্ব অবদমিত করবার উদ্দেশ্যে প্রত্যক্ষ ভাবে যুদ্ধে না নেমে পরোক্ষ ব্যবস্থা নেবার সংকল্প করলেন।

অর্থনৈতিক আঘাতই হবে সেই পরোক্ষ আঘাত। নেপোলিয়ন অবিলম্বে মহাদেশীয় ব্যবস্থা নামে এক অর্থনৈতিক অবরোধের নীতি গ্রহণ করলেন। এই নীতি গ্রহণের ফলে ১৮০০ খ্রিঃ স্পেন ও পর্তুগালে ফরাসী বিক্ষোেভ তীব্র হয়ে উঠল এবং স্পেনে ফ্রান্সের প্রভাব অনেকটাই ক্ষুণ্ণ হয়। এই সুযোগ গ্রহণ করে অস্ট্রিয়া। ইংলন্ডের সমর্থনপুষ্ট হয়ে তারা আবার ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ১৮০৯ খ্রিঃ ১৩ ই মে ফরাসী বাহিনী ভিয়েনার অভ্যন্তরে উপস্থিত হয়।

গোড়ার দিকে বিপর্যস্ত হলেও ৫ ই জুলাই ওয়াগ্রামে যে যুদ্ধ হয় তাতে ফরাসী বাহিনী অনেকটা সামলে নিল। কিন্তু বিপক্ষ বাহিনীকে সম্পূর্ণভাবে পর্যুদস্ত করতে পারল না। তবে ইউরোপে নেপোলিয়নের আধিপত্য তাতে কিছুমাত্র বিচলিত হল না। এই পরিস্থিতিতে ১৮১২ খ্রিঃ ছয় লক্ষ সৈন্য নিয়ে নেপোলিয়ন রাশিয়া অভিযানে অগ্রসর হলেন। রুশবাহিনী পর্যুদস্ত হয়ে পশ্চাদপসরণ করে কিন্তু তারা পোড়ামাটি নীতি অবলম্বন করে গ্রাম নগর ও খাদ্যশস্য ধ্বংস করে দিয়ে গেল। ফলে বিরাট সৈন্যবাহিনীর রসদ যোগানোর বিষয়ে নেপোলিয়ন নিশ্চিতভাবে বিপর্যয়ের মুখে পড়লেন। বেরোডিনে নামক স্থানে উভয় বাহিনীর যুদ্ধ হয় ৭ ই সেপ্টেম্বর।

এই যুদ্ধে বিপুল ক্ষয়ক্ষতি স্বীকার করতে হলেও ১৬ ই সেপ্টেম্বর ফরাসী বাহিনী মস্কোয় প্রবেশ করে। এই অভিযান যে নেপোলিয়নের ক্ষেত্রে চরম ভুল হয়েছিল তার প্রমাণ হয় যখন ফেরার পথে রুশ গেরিলাদের আক্রমণে ফরাসী বাহিনী একেবারেই পর্যুদস্ত হল। নেপোলিয়ন যখন কোনক্রমে দেশে ফিরে এলেন তখন তাঁর সঙ্গে মাত্র ৫০ হাজার সৈন্য ফিরতে পারল। মহাপরাক্রান্ত নেপোলিয়নকেও পর্যুদস্ত করা সম্ভব, রাশিয়া এই বিশ্বাস জাগিয়ে তুলতে সক্ষম হল।

ফলে ইউরোপে নেপোলিয়নের শত্রুরাষ্ট্রগুলি ঐক্যবদ্ধ হবার প্রেরণা লাভ করল। জার্মানি থেকে নেপোলিয়নকে বিতাড়নের পরিকল্পনা নিয়ে ইংলন্ড ও রাশিয়ার সঙ্গে ১৮১৩ খ্রিঃ প্রাশিয়াও যোগ দিল। কিন্তু ওই বছর ২ রা এবং ২০ শে মে তারিখে ল্যুটজেন ও ব্যুটজেনের যুদ্ধে নেপোলিয়ন সম্মিলিত রাশিয়ান ও প্রাশিয়ান বাহিনীকে পরাস্ত করলেন। ইতিমধ্যে অস্ট্রিয়াও নেপোলিয়ন বিরোধী জোটে যোগ দিল।

এই সম্মিলিত বাহিনীর সঙ্গে দ্বিতীয় বারের মত ফরাসীবাহিনীর যুদ্ধ হল লিপজিগে। ১৬ ই থেকে ১৯ শে নভেম্বর পর্যন্ত যুদ্ধ চলে এবং নেপোলিয়ন মিত্রবাহিনীর কাছে পরাজিত হলেন। ১৭৯৩ খ্রিঃ পর থেকে এই প্রথম ফ্রান্সের পরাজয় ঘটল। এই পরাজয়ের পর থেকেই নেপোলিয়ন নিজ দেশেই জনপ্রিয়তা হারাতে শুরু করলেন। ক্রমেই তার অবস্থা শোচনীয় হয়ে উঠতে লাগল। গোটা দেশজুড়ে তার বিরুদ্ধে বিক্ষোভ ধূমায়িত হয়ে উঠল।

এককালে যে সকল ব্যবসায়ী, উচ্চপদস্থ রাজকর্মচারী ও সম্ভ্রান্ত ব্যক্তি তার সাহায্যে উপকৃত হয়েছিল তারাই হয়ে উঠল তার প্রধান প্রতিপক্ষ। ১৮১৪ খ্রিঃ নেপোলিয়নের নিজস্ব সেনেটই তার পদত্যাগ দাবি করল। পরিস্থিতির চাপে পড়ে সম্রাটকে ফ্রান্সের সিংহাসনের দাবি ত্যাগ করতে হল। এলবার শাসনভার নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হল। ১৮১৫ খ্রিঃ মার্চ মাসে নেপোলিয়ন পুনরায় সিংহাসনের দাবি নিয়ে ফ্রান্সে উপস্থিত হলেন।

নেপোলিয়ন বোনাপার্ট এর মৃত্যু: Napoleon Bonaparte’s Death

এই সময়ে সমগ্র ইউরোপ তার বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ হল এবং ১৮১৫ খ্রিঃ ১৮ ই জুন ওয়াটারলুর প্রান্তরে উভয়পক্ষের রক্তক্ষয়ী সংগ্রাম শুরু হল। যুদ্ধে নেপোলিয়ন ওয়েলিংটনের হাতে সম্পূর্ণভাবে পরাজিত হলেন। দুর্জয় বীর নেপোলিয়ন অবশেষে বন্দী হলেন। তাকে দক্ষিণ আটলান্টিকের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হল। এখানেই ১৮২৯ খ্রিঃ বন্দী অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নেপোলিয়নের জীবন ও কীর্তি নিয়ে পরবর্তীকালে বহু গ্রন্থ রচিত হয়েছে। এই বিপুল গ্রন্থরাজিকে তিনটি শ্রেণীতে বিভক্ত করা যায়। সেগুলো হল —(১) সমসাময়িক ব্যক্তিদের এবং তার সেনাপতিদের জীবনকাহিনী। (২) সমসাময়িকদের দ্বারা যেমন— Bourrienne, Las Cases, Forsyth, O Mears প্রভৃতি রচিত ব্যক্তিগত জীবনকথা এবং (৩) আধুনিককালে রচিত সমালোচনা মূলক গ্রন্থ সমূহ। আধুনিক কালের লেখকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, Lanfrey, Jung, Seelay, O ‘ Connor Morris, Walsley, Sloane প্রভৃতি।

Share this:

  • Click to share on WhatsApp (Opens in new window)
  • Click to share on Telegram (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to print (Opens in new window)
  • Click to share on Pocket (Opens in new window)
  • Click to share on Pinterest (Opens in new window)

Leave a Comment Cancel reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Notify me of follow-up comments by email.

Notify me of new posts by email.

Napoleon Bonaparte

French military general Napoleon Bonaparte crowned himself the first emperor of France in 1804. His Napoleonic Code remains a model for governments worldwide.

preview for Napoleon - Mini Biography

We may earn commission from links on this page, but we only recommend products we back.

Latest News: Napoleon Movie in Theaters Now

Napoleon has received some flack for its historical inaccuracies , such as showing the titular character shooting at pyramids. “If you want to really understand Napoleon, then you should probably do your own studying and reading,” Phoenix previously told Empire magazine . “Because if you see this film, it’s this experience told through Ridley’s eyes... What we were after was something that would capture the feeling of this man.”

Quick Facts

Early life and military education, how tall was napoleon, napoleon’s rise to power, wives: empress josephine and marie-louise, napoleonic code, napoleonic wars, exile on st. helena, death and tomb, napoleon movies, who was napoleon bonaparte.

French General Napoleon Bonaparte was one of the world’s greatest military leaders who became the first emperor of France, from 1804 to 1815. Born on the Mediterranean island of Corsica, he attended military schools in France and eventually embraced his adopted home. Bonaparte steadily rose to power in the tumult of the French Revolution before seizing power in a 1799 coup. He was elected consul for life in 1802, then proclaimed the French emperor two years later. As a political leader, Bonaparte broadly transformed French society, most notably ushering in the Napoleonic Code that still serves as the basis of civil codes around the world today. During the Napoleonic Wars, the famed military tactician expanded France’s footprint before a string of critical losses forced him into exile. Bonaparte spent the final years of his life on the remote island of St. Helena, where he died in 1821 at age 51.

FULL NAME: Napoleon Bonaparte BORN: August 15, 1769 DIED: May 5, 1821 BIRTHPLACE: Ajaccio, Corsica SPOUSES: Josephine de Beauharnais (1796-1809) and Archduchess Marie-Louise (1810-1821) CHILDREN: Charles, Alexandre, and Napoleon II ASTROLOGICAL SIGN: Leo HEIGHT: 5 ft. 7 in.

Napoleon Bonaparte was born Napoleone Buonaparte in Ajaccio, on the French island of Corsica, on August 15, 1769. He was the fourth, and second surviving, child of Carlo Buonaparte, a lawyer, and his wife, Letizia Ramolino. Napoleon eventually had seven surviving siblings.

Around the time of Napoleon’s birth, the French’s occupation of Corsica had drawn considerable local resistance. Napoleon’s father had at first supported the nationalists, siding with their leader, Pasquale Paoli. But after Paoli was forced to flee the island, Carlo switched his allegiance to the French. After doing so, he was appointed assessor of the judicial district of Ajaccio in 1771, a plush job that eventually enabled him to enroll his two sons, Joseph and Napoleon, in France’s College d’Autun.

In 1779, young Napoleon began attending the military college of Brienne, where he studied for five years. He excelled as a student yet struggled to fit in with his classmates who were the children of French nobles and bullied Napoleon for being a foreigner.

At age 15, Napoleon moved on to the military academy in Paris. While Napoleon was still there, his father died of stomach cancer in 1785. This propelled Napoleon to take the reins as the head of the family. Graduating early from the military academy, Napoleon, now second lieutenant of artillery, returned to Corsica in 1786.

Back home, Napoleon got behind the Corsican resistance to the French occupation, siding with his father’s former ally, Pasquale Paoli. But the two soon had a falling out, and when a civil war in Corsica began in April 1793, Napoleon—now an enemy of Paoli—and his family relocated to France, where they assumed the French version of their name: Bonaparte.

drawing of napoleon bonaparte standing in profile wearing a large hat, coat with tails and knee length pants

Napoleon stood about 5 feet, 7 inches tall, making him slightly taller than the average Frenchman of his time.

Much has been made of Napoleon’s height, and legends claim that he was unusually short, giving rise to the term “Napoleon complex,” an inferiority complex sometimes associated with people of short stature. Some historians attribute the myths about Napoleon’s height to British propaganda.

Napoleon’s return to France began with a service with the French military, where he rejoined his regiment at Nice in June 1793. The turmoil of the French Revolution , which began four years prior, created opportunities for ambitious military leaders like Napoleon. The young leader quickly showed his support for the Jacobins, a far-left political movement and the most well-known and popular political club from the French Revolution.

A year after France was declared a republic, King Louis XVI was executed in January 1793. Ultimately, these acts led to the rise of Maximilien de Robespierre and what became, essentially, the dictatorship of the Committee of Public Safety. The years of 1793 and 1794 came to be known as the Reign of Terror , in which as many as 40,000 people were killed. Eventually, the Jacobins fell from power, and Robespierre was executed.

Trusted Military Leader

In 1795, the French revolutionary government known as the Directory took control of the country. Napoleon, who had previously fallen out of favor with Robespierre, came into the good graces of the Directory that same year after he saved the government from counter-revolutionary forces. For his efforts, Napoleon was soon named commander of the Army of the Interior. In addition, he was a trusted advisor to the Directory on military matters.

In 1796, Napoleon took the helm of the Army of Italy, a post he’d been coveting. The army—just 30,000 strong, disgruntled, and underfed—was soon turned around by the young military commander. Under his direction, the reinvigorated army won numerous crucial victories against the Austrians, greatly expanded the French empire, and squashed an internal threat by the royalists, who wished to return France to a monarchy. All of these successes helped make Napoleon the military’s brightest star.

Failed Egypt Campaign

On July 1, 1798, Napoleon and his army traveled to the Middle East to undermine Great Britain’s empire by occupying Egypt and disrupting English trade routes to India. But his military campaign proved disastrous: On August 1, Admiral Horatio Nelson’s fleet decimated Napoleon’s forces in the Battle of the Nile.

Napoleon’s image and that of France were greatly harmed by the loss, and in a show of newfound confidence against the commander, Britain, Austria, Russia, and Turkey formed a new coalition against France. In the spring of 1799, French armies were defeated in Italy, forcing France to give up much of the peninsula. That October, Napoleon returned to France as his troops continued fighting.

Coup of 18 Brumaire

portrait of napoleon bonaparte as emperor napoleon i, he stands next to a throne while wearing a long red and white cape, a regal outfit, and a golden crown, he holds a long golden staff

Shortly after his return to France, Napoleon participated in an event known as the Coup of 18 Brumaire. The bloodless coup d’etat, heavily orchestrated by Emmanuel Joseph Sieyès, overthrew the newly Jacobin-controlled Directory on November 9, 1799. Napoleon and Sieyès ushered in a new government called the Consulate to be led by three members—themselves and Pierre-Roger Ducos. Napoleon’s brother Lucien Bonaparte also assisted the cause.

When Napoleon was named first consul, he became France’s leading political figure in a position that amounted to nothing less than a dictatorship. Under the new guidelines, the first consul was permitted to appoint ministers, generals, civil servants, magistrates, and even members of the legislative assemblies. Sieyès and Ducos were reduced to figureheads. In February 1800, the new constitution was easily accepted.

At the Battle of Marengo in June 1800, Napoleon’s forces defeated the Austrians and drove them from the Italian peninsula. This military victory cemented Napoleon’s authority as first consul.

Napoleon proceeded to transform France’s economy, legal and educational systems, and even the Church, as he reinstated Roman Catholicism as the state religion through the Concordat of 1801. He also negotiated a European peace, partially through the 1802 Treaty of Amiens that struck a (short-lived) truce with the war-weary British.

His reforms proved popular: In 1802, he was elected consul for life, and two years later, he was proclaimed emperor of France on May 18, 1804. He was officially crowned Napoleon I during his coronation at Notre Dame Cathedral on December 2 of that year.

portrait of josephine de beauharnais sitting and looking straight ahead with one hand up in front of her chest

As Napoleon was rising in the ranks, his personal life was also taking shape. He met Josephine de Beauharnais, the widow of General Alexandre de Beauharnais (guillotined during the Reign of Terror) and a mother of two children, at a party in 1795. He was quickly smitten and despite her initial reservations— Josephine described Napoleon as “altogether strange in all his person”—they married on March 9, 1796, in a civil ceremony.

Their union was tempestuous from the outset, with Napoleon’s military campaigns forcing him away from home for long periods. Although he often complimented Josephine in letters from the battlefield, both of them engaged in extramarital affairs. Napoleon had at least two children out of wedlock—Charles Léon Denuelle in 1806 and Alexandre Walewski in 1810.

Josephine was known for holding lavish parties and spending money on clothing and property, including the Malmaison estate near Paris in 1799. Despite their arguments, the two stayed together as Josephine maintained a positive perception among the public. When Napoleon crowned himself emperor in 1804, he insisted upon placing a crown upon Empress Josephine as well.

Despite his new title, not all was going to plan for Napoleon. He faced mounting pressure from his family to separate from Josephine, who was in her 40s by this point, because she was unable to give him a legitimate son and, thus, an heir. So in December 1809, Napoleon arranged for the annulment of their marriage.

drawing showing napoleon bonaparte standing with his seated wife and infant son in a crib nearby

Following the annulment, Napoleon searched in haste for a new bride. His first choice was Anna Pavlovna, the 15-year-old sister of Russian Tsar Alexander I. But after delays and excuses, he instead selected Archduchess Marie-Louise of Austria, 18, due largely to political motivations. Marie-Louise was the great-niece of Marie Antoinette . She dreaded the idea , writing in her diary that just looking at Napoleon would be the “worst form of torture.” However, she complied and married Napoleon by proxy in a civil ceremony in March 1810.

Marie-Louise gave Napoleon the heir he desired, as the couple had a son—Napoleon II, King of Rome—on March 20, 1811.

Despite his marriage to Marie-Louise, Napoleon continued his correspondence with Josephine and made unannounced personal visits to Malmaison. In 1813, he even brought his young son to meet her, as their struggle to produce an heir “had cost her so many tears.” This stoked jealousy in Marie-Louise, who remained married to Napoleon until his death.

Continuing the societal reforms he made, Napoleon instituted the Napoleonic Code, otherwise known as the French Civil Code, on March 21, 1804. The sweeping set of laws ended the feudal system and addressed property rights, family law, and individual freedoms. It forbade privileges based on birth, declaring all men to be equal and stating that government jobs must be given to the most qualified. Men were entitled to religious freedom and placed in charge of the women and children in their families. Women were largely left without rights, though they did have limited liberties in divorce proceedings.

The Napoleonic Code applied in France and its growing number of territories. Napoleon correctly predicted that his code, more so than his many military victories, would have a lasting legacy. Parts of it are still in use around the world today. The terms of the code are the main basis for many other countries’ civil codes throughout Europe and North America.

napoleon rides a bucking horse and points on finger in the air, he wears a military uniform including a hat and red cape

The Napoleonic Wars were a series of European wars lasting from 1803 to Napoleon’s permanent abdication of power in 1815.

In 1803, in part to raise funds for war, France sold its North American Louisiana Territory to the United States for $15 million, a transaction known as the Louisiana Purchase . Napoleon then returned to war with Britain, Russia, and Austria.

In 1805, the British registered an important naval victory against France at the Battle of Trafalgar , which led Napoleon to scrap his plans to invade England. Instead, he set his sights on Austria and Russia, beating back both militaries in the Battle of Austerlitz.

Other victories soon followed, allowing Napoleon to greatly expand the French empire and paving the way for loyalists to his government—including his brothers and other family members—to be installed in Holland, Italy, Naples, Sweden, Spain, and Westphalia.

Invasion of Russia

In 1812, France was devastated when Napoleon’s invasion of Russia turned out to be a colossal failure—and the beginning of the end for Napoleon. Hundreds of thousands of soldiers in Napoleon’s Grand Army were killed or badly wounded: Out of an original fighting force of some 600,000 men, just 10,000 soldiers were still fit for battle.

News of the defeat reinvigorated Napoleon’s enemies, both inside and outside of France. Some attempted a failed coup while Napoleon led his charge against Russia and as the British began to advance through French territories. With international pressure mounting and his government lacking the resources to fight back against his enemies, Napoleon surrendered to allied forces on March 30, 1814.

First Exile

About a week later, on April 6, Napoleon was forced to abdicate power and went into exile on the island of Elba off the Italian coast in the Mediterranean Sea. His exile didn’t last long, as he watched France stumbled forward without him.

In March 1815, Napoleon escaped the island and quickly made his way back to Paris. King Louis XVIII fled, and Napoleon triumphantly returned to power. But the enthusiasm that greeted Napoleon when he resumed control of the government soon gave way to old frustrations and fears about his leadership.

drawing showing napoleon bonaparte retreating on horseback

On June 16, 1815, Napoleon led French troops into Belgium and defeated the Prussians; two days later, he was defeated by the British, reinforced by Prussian fighters, at the Battle of Waterloo .

It was a humiliating loss, and on June 22, 1815, Napoleon abdicated his powers for good. In an effort to prolong his dynasty, he pushed to have his young son, Napoleon II, named emperor, but the coalition rejected the offer.

After Napoleon’s abdication from power in 1815, fearing a repeat of his earlier return from exile on Elba, the British government sent Napoleon to the remote island of St. Helena in the southern Atlantic Ocean. He lived there for the rest of his life.

For the most part, Napoleon was free to do as he pleased at his new home. He had leisurely mornings, wrote often, and read a lot. But the tedious routine of life soon got to him, and he often shut himself indoors.

According to historian Kate Williams’ 2014 book Ambition and Desire: The Dangerous Life of Josephine Bonaparte , Napoleon continued to show great affection for his ex-wife , who died of pneumonia at her Malmaison estate in May 1814. He had portraits of Josephine placed throughout his residence and even ate off plates with her likeness on them.

Starting in 1817, Napoleon’s health began to deteriorate. In early 1821, he was bedridden and growing weaker by the day. That April, he dictated his last will: “I wish my ashes to rest on the banks of the Seine, in the midst of that French people which I have loved so much. I die before my time, killed by the English oligarchy and its hired assassins.”

Napoleon died on May 5, 1821, on the island of St. Helena at age 51. Allegedly, he uttered his ex-wife Josephine’s name as his final word.

During his final weeks, he experienced symptoms such as vomiting, incessant hiccups, and blood clots. Physicians who conducted his autopsy ruled stomach cancer, exacerbated by bleeding gastric ulcers, as the cause of Napoleon’s death. According to PBS News Hour , Napoleon’s cancer was in an advanced state, and his family history of gastric carcinomas supported the autopsy results.

However, researchers have posited alternative theories regarding his demise. In 1961, Swedish dentist Sten Forshufvud and Drs. Hamilton Smith and Anders Wassen analyzed a sample of his hair and published an article suggesting he might have died from arsenic poisoning. Although other experts have rebuffed this theory, it has led to conspiracies surrounding Napoleon’s death.

a large coffin rests in a viewing area with tourists looking on

Despite what he requested in his last will, Napoleon was initially buried on St. Helena on May 9, 1821, in the Geranium Valley, now known as the Valley of the Tomb. In 1840, he was exhumed by order of French King Louis-Phillippe , and Bonaparte’s remains were transferred back to mainland France, arriving on December 15 .

Napoleon’s tomb is located in Paris in the Dôme des Invalides . Originally a royal chapel built between 1677 and 1706, the Invalides were turned into a military pantheon under Napoleon’s reign. In addition to Napoleon Bonaparte, several other French notables are buried there, including: Napoleon II, the King of Rome and Napoleon’s son; Napoleon’s brothers Joseph and Jérôme Bonaparte; Generals Henri-Gratien Bertrand and Géraud-Christophe-Michel Duroc; and the French Marshals Ferdinand Foch and Hubert Lyautey.

Not surprising given his place in world history, Napoleon has appeared on the big screen many times with depictions ranging from purposefully humorous to based in realism.

Marlon Brando and Dennis Hopper were cast as Bonaparte in the 1950s movies Désirée (1954) and The Story of Mankind (1957), respectively. The general also appears in films such as Waterloo (1970), Time Bandits (1981), and The Count of Monte Cristo (2002).

In terms of more fantastical portrayals, Napoleon is a character in the 1989 cult comedy Bill and Ted’s Excellent Adventure, in which the title characters played by Alex Winter and Keanu Reeves decide to abduct historical figures for their high school project through the use of time travel. He also appears as an antagonist in the 2009 sequel Night at the Museum: Battle of the Smithsonian .

In 2023, director Ridley Scott helmed a new biopic simply titled Napoleon that released in theaters on November 22. The movie stars Joaquin Phoenix as the French emperor and Vanessa Kirby as Josephine and focuses heavily on their tumultuous relationship. Napoleon marked a reunion for Phoenix and Scott, who worked on the 2000 classic Gladiator also starring Russell Crowe .

  • I am never angry when contradicted; I seek to be enlightened.
  • I wish my ashes to rest on the banks of the Seine, in the midst of that French people which I have loved so much. I die before my time, killed by the English oligarchy and its hired assassins.
  • A revolution is an idea which has found its bayonets.
  • A great people may be killed, but they will not be intimidated.
  • He who fears being conquered is certain of defeat.
  • Love does more harm than good.
  • A man is not dependent upon his fellow creature, when he does not fear death.
  • It is the cause, and not the death that makes the martyr.
  • Even when I am gone, I shall remain in people’s minds the star of their rights, my name will be the war cry of their efforts, the motto of their hopes.
  • Men of genius are meteors, intended to burn to light their century.
  • Glory is fleeting, but obscurity is forever.
  • In choosing a wife, a man does not renounce his mother, and still less is he justified with breaking her heart.
Fact Check: We strive for accuracy and fairness. If you see something that doesn’t look right, contact us !

Headshot of Biography.com Editors

The Biography.com staff is a team of people-obsessed and news-hungry editors with decades of collective experience. We have worked as daily newspaper reporters, major national magazine editors, and as editors-in-chief of regional media publications. Among our ranks are book authors and award-winning journalists. Our staff also works with freelance writers, researchers, and other contributors to produce the smart, compelling profiles and articles you see on our site. To meet the team, visit our About Us page: https://www.biography.com/about/a43602329/about-us

Headshot of Tyler Piccotti

Tyler Piccotti first joined the Biography.com staff as an Associate News Editor in February 2023, and before that worked almost eight years as a newspaper reporter and copy editor. He is a graduate of Syracuse University. When he's not writing and researching his next story, you can find him at the nearest amusement park, catching the latest movie, or cheering on his favorite sports teams.

hail caesar

Queen Elizabeth II

marcus aurelius

Marcus Aurelius

Pontius Pilate

Pontius Pilate

Empress Maria Theresa of Austria

Maria Theresa

Alexander the Great

Alexander the Great

Menelik II

Nicholas II

Hirohito

Kaiser Wilhelm

Kublai Khan

Kublai Khan

William the Conqueror

William the Conqueror

Native Speak

Napoleon Bonaparte Biography

Napoleon Bonaparte Biography: Iconic Leader’s Untold Power

Napoleon Bonaparte, a renowned military and political leader, played a significant role in shaping European history during the late 18th and early 19th centuries. Rising to power in France, he became Emperor and implemented various reforms that restructured the country and had a lasting impact.

His military campaigns expanded French territory, but his empire eventually collapsed, leading to his exile. Despite his controversial and complex legacy, Napoleon remains a prominent figure in history, known for his strategic brilliance and the significant changes he brought to Europe.

Childhood And Education

Military career and early victories.

  • Coup D'état

Consolidation Of Power

Domestic reforms and napoleonic code, military campaigns and conquests.

  • Napoleon's Downfall

Social And Political Transformations

  • Napoleon's Influence On Warfare

Cultural And Architectural Legacy

What is a very short biography of napoleon bonaparte, what are 5 facts about napoleon bonaparte, how did napoleon died and how old was he, how old was napoleon when he became emperor, early life and rise to power.

Napoleon Bonaparte, a predominant figure in the history of Europe, had a fascinating journey from his humble beginnings to becoming one of the most powerful individuals in the world. Now, we will shed light on Napoleon’s childhood, education, military career, and the events that led to his rise to power.

Born on August 15, 1769, on the island of Corsica, Napoleon Bonaparte hailed from a modest family of Italian heritage. His father, Carlo Buonaparte, served as a lawyer, while his mother, Letizia Ramolino, came from a respected Corsican family. Even in his early years, Napoleon displayed exceptional intelligence and a remarkable thirst for knowledge.

In terms of education, Napoleon attended various schools during his formative years, including the Royal Military School in Brienne-le-Château and later the École Militaire in Paris. Despite the language barrier and discrimination faced as a Corsican, Napoleon excelled academically. His deep interest in history and military tactics laid the foundation for his future achievements.

Napoleon’s military career began at the tender age of 16 when he graduated from the École Militaire and joined the French army as a second lieutenant of artillery. His first taste of active service came during the Siege of Toulon in 1793, where his tactical brilliance played a significant role in recapturing the city from British forces.

Following this early triumph, Napoleon quickly rose through the ranks of the French army, and his victories garnered attention and admiration. He led successful military campaigns in Italy, defeating the Austrian and Sardinian armies, which solidified his reputation as a skilled strategist. The Treaty of Campo Formio, signed in 1797, further established Napoleon’s prominence and influence in European politics.

Coup D’état

The turning point in Napoleon’s rise to power came with the coup d’état of 18 Brumaire in 1799. Frustrated by the political turmoil and instability in France, Napoleon seized the opportunity to overthrow the government and establish himself as the First Consul. This marked the beginning of his authoritarian rule and the consolidation of his power.

Under Napoleon’s leadership, France experienced a series of reforms and improvements, which included the establishment of the Napoleonic Code and the centralization of administrative systems. These radical changes shaped France into a more efficient and unified nation, earning Napoleon both support and dissent from various factions.

With his military brilliance, political acumen, and charisma, Napoleon Bonaparte propelled himself from a small island in the Mediterranean to become a dominant figure in Europe. Through his relentless ambition and remarkable achievements, Napoleon emerged as a powerful force, forever leaving his mark on the history of the world.

Napoleon’s Reign And Accomplishments

Napoleon Bonaparte was a French military and political leader who ascended to power during the French Revolution in the late 18th century. Known for his exceptional military tactics and strategic genius, Napoleon accomplished significant feats during his reign. Now, we will explore three key aspects of Napoleon’s rule and achievements: Consolidation of Power, Domestic Reforms and Napoleonic Code, and Military Campaigns and Conquests.

One of the defining characteristics of Napoleon’s reign was his ability to consolidate power and establish strong centralized control. Immediately after seizing power through a coup d’état in 1799, Napoleon implemented several measures to solidify his authority:

  • He reorganized the government by creating the Consulate, a three-member executive body with Napoleon as First Consul, effectively making him the ruler of France.
  • Napoleon initiated a series of military campaigns to expand France’s influence across Europe, which not only served to increase his own power but also enhanced nationalistic sentiment among the French population.
  • By crowning himself Emperor Napoleon I in 1804, he symbolically established a new dynasty and legitimized his rule.

Through these measures, Napoleon successfully concentrated power in his hands, transforming France into a centralized state under his leadership.

Napoleon’s reign was marked by significant domestic reforms aimed at consolidating his rule and modernizing France. Central to these reforms was the Napoleonic Code, a comprehensive legal system:

The Napoleonic Code laid the foundation for modern legal systems and greatly influenced legal reforms throughout Europe and beyond.

One of Napoleon’s most notable accomplishments was his string of military victories and the expansion of French territory across Europe. His military campaigns were characterized by innovative strategies, battlefield prowess, and rapid mobilization:

  • The Italian Campaign: Napoleon’s first major success came in Italy, where he defeated Austrian and Sardinian forces, earning him significant admiration and support.
  • The Egyptian Campaign: Seeking to undermine British influence, Napoleon ventured into Egypt but ultimately faced setbacks due to British naval superiority.
  • The Battle of Austerlitz: In 1805, Napoleon’s skillful maneuvers resulted in a stunning victory against combined Austrian and Russian forces, solidifying his dominance in Europe.
  • The Peninsular War: Napoleon’s campaign in the Iberian Peninsula was marked by guerrilla warfare and resistance from the Spanish and Portuguese, draining French resources.
  • The Invasion of Russia: Despite initial successes, Napoleon’s attempt to invade Russia in 1812 ultimately led to a catastrophic defeat, resulting in the decline of his power.

Napoleon’s military campaigns reshaped the geopolitical landscape of Europe, establishing French dominance for a significant period and making him one of history’s most renowned military commanders.

Napoleon’s Downfall

Despite his remarkable achievements, Napoleon’s reign eventually came to a dramatic end. Several factors contributed to his downfall:

  • The overextension of French forces and the inability to sustain conquests led to a draining of resources and triggered widespread resistance.
  • The formation of coalitions by other European powers, driven by the fear of French expansion, further weakened Napoleon’s position.
  • The disastrous Russian campaign severely weakened French military strength and shattered the myth of Napoleon’s invincibility.
  • Lastly, the decisive defeat of Napoleon’s forces at the Battle of Waterloo in 1815 marked the end of his reign and led to his exile on the island of Saint Helena.

Napoleon’s downfall demonstrated the limits of his power and the consequences of overreaching, ultimately bringing an end to an era of immense influence.

Legacy And Impact

Napoleon Bonaparte, the French military and political leader of the late 18th and early 19th centuries, left an enduring legacy that transformed various aspects of society. His impact can be witnessed in social and political transformations, his influence on warfare, and the cultural and architectural legacy he left behind.

One of the most significant effects of Napoleon’s rule was the social and political transformations that took place during his reign. Napoleon’s legal and administrative reforms aimed to standardize laws and establish a more efficient bureaucratic system. These changes helped consolidate his power and led to the spread of Napoleonic ideas throughout Europe. Notably, the Napoleonic Code, also known as the Civil Code, provided a more equitable legal framework by granting equal rights to all citizens, regardless of their social status.

Furthermore, Napoleon’s rule also brought forth the concept of meritocracy, where individuals were rewarded based on their abilities rather than their noble birth. This opened up opportunities for talented individuals from all walks of life to climb the ranks of society, resulting in a shift in social and economic mobility.

Napoleon’s Influence On Warfare

Napoleon Bonaparte revolutionized warfare tactics, leaving a lasting impact on military strategy that still resonates today. He pioneered the use of combined arms tactics, emphasizing the coordination of infantry, cavalry, and artillery units to achieve tactical superiority on the battlefield. This approach allowed Napoleon to swiftly conquer vast territories and secure his dominance across Europe.

Additionally, Napoleon introduced new military structures and tactics such as the corps system, which organized armies into smaller, more mobile units. This reorganization provided commanders with greater flexibility and ensured rapid decision-making during battles.

Another significant aspect of Napoleon’s military legacy is the concept of total warfare. He believed in utilizing all available resources to achieve victory, including economic, political, and psychological means. This strategy marked a departure from traditional limited warfare and greatly influenced future military thinking.

Beyond his influence on warfare and politics, Napoleon also left a remarkable cultural and architectural legacy. He commissioned numerous grand architectural projects that left an indelible mark on cities like Paris and Rome. One such example is the iconic Arc de Triomphe in Paris, which stands as a symbol of victory and glory to this day.

Napoleon’s appreciation for art and culture is evident in the development of the Louvre Museum, originally a royal palace that he transformed into a world-renowned museum. His passion for acquiring artworks from conquered territories and supporting the arts contributed to the enrichment of France’s cultural heritage.

Moreover, Napoleon’s influence extended to fashion and style, as his court became a center of elegance and sophistication. His preference for military-inspired clothing and accessories, such as the famous bicorne hat, left a lasting impact on fashion trends of the time.

Napoleon Bonaparte’s legacy and impact on society are wide-ranging and continue to resonate to this day. His reforms, military strategies, and cultural contributions have left an indelible mark on history, making him one of the most influential figures of the modern era.

Frequently Asked Questions On Napoleon Bonaparte Biography

Napoleon Bonaparte was a French military and political leader. He rose to power during the French Revolution and became Emperor of the French. Known for his military genius, he expanded the French empire and introduced a series of reforms. His rule ended with his defeat in the Battle of Waterloo.

Napoleon Bonaparte, a renowned military leader and Emperor of France, had significant achievements and impact. He rose to power during the French Revolution, established the Napoleonic Code, reshaped European politics, and led the French army in numerous successful campaigns.

Napoleon died at the age of 51 from stomach cancer.

Napoleon became emperor at the age of 34.

To sum up, Napoleon Bonaparte was undoubtedly an influential figure in history. His rise to power, military genius, and political ambitions shaped the course of Europe for years to come. Through his reforms and conquests, he left a significant impact on the modern world.

Despite his controversial legacy, there’s no denying his enduring fascination as one of the greatest military leaders of all time. Discovering his life story offers valuable insights into the complexities of power, ambition, and the human condition itself.

Similar Posts

Gautama Buddha Biography: Inspiring the Path to Enlightenment

Gautama Buddha Biography: Inspiring the Path to Enlightenment

Gautama Buddha, also known as Siddhartha Gautama, was an ancient Indian spiritual leader and founder of Buddhism. Born in the 6th century BCE in present-day Nepal, he renounced his luxurious lifestyle and embarked on a spiritual quest to find enlightenment. Through meditation and introspection, he achieved enlightenment and became the Buddha, which means “the awakened…

William Shakespeare Biography : Unveiling the Enigmatic Life

William Shakespeare Biography : Unveiling the Enigmatic Life

William Shakespeare, the renowned English playwright, lived during the 16th and early 17th centuries. Shakespeare’s works, including plays like Romeo and Juliet and Hamlet, are celebrated for their extraordinary language, deep exploration of human emotions, and enduring impact on the world of literature. Table of Contents Early Life And Education Family Background Education And Early…

Inspiring Journey of Martin Luther King Jr: A Gripping Biography

Inspiring Journey of Martin Luther King Jr: A Gripping Biography

Martin Luther King Jr. Was a prominent civil rights leader and advocate for equality in America during the mid-20th century. Martin Luther King Jr. Was a revered leader in the American Civil Rights Movement during the 1950s and 1960s. Known for his powerful and eloquent speeches, King was an influential figure in the fight against…

Aristotle Biography: Unraveling the Mind of a Philosopher

Aristotle Biography: Unraveling the Mind of a Philosopher

Aristotle, a Greek philosopher and scientist, made significant contributions to various fields, including logic, biology, ethics, and politics. His influence on Western thought and knowledge is immeasurable. Born in 384 BCE in Stagira, Macedonia, Aristotle studied under Plato and later became the tutor of Alexander the Great. He believed in the power of reason and…

Jesus Christ Biography: Discover the Divine Journey

Jesus Christ Biography: Discover the Divine Journey

Jesus Christ is believed to be the Son of God and the central figure of Christianity, who lived in the first century in Palestine. Jesus Christ, the central figure of Christianity and believed to be the Son of God, lived in Palestine during the first century. His life and teachings continue to shape the religion…

Nelson Mandela Biography: Inspiring Life of a True Leader

Nelson Mandela Biography: Inspiring Life of a True Leader

Nelson Mandela was a prominent anti-apartheid activist and the first Black President of South Africa, whose leadership and advocacy for equality made him an iconic figure in the fight against racial discrimination. Nelson Mandela, a revered figure in history, lived a life dedicated to fighting against racial inequality and discrimination. As a leading anti-apartheid activist,…

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

IMAGES

  1. Napoleon Bonaparte Net Worth, Source Of Income And Biography

    napoleon bonaparte biography in bengali

  2. Napoléon Bonaparte

    napoleon bonaparte biography in bengali

  3. নেপোলিয়ন বোনাপার্ট জীবনী

    napoleon bonaparte biography in bengali

  4. Napoleon Bonaparte History Report 4 Pages English Edition Book

    napoleon bonaparte biography in bengali

  5. Napoleon Bonaparte Biography in Hindi

    napoleon bonaparte biography in bengali

  6. Napoleon Bonaparte Biography

    napoleon bonaparte biography in bengali

VIDEO

  1. biography of Napoleon Bonaparte # Napoleon Bonaparte

  2. What Happened to Napoleon's Son? Napoleon II #history #shorts #napoleon

  3. Napoleon's Resurgence: The Elba Escape #napoleon #historical #shorts

  4. Napoleon: The Rise and Fall of an Emperor

  5. Was This Napoleon's Biggest Mistake? #shorts #history #facts

  6. বাংলায় কথা না বলতে পারা

COMMENTS

  1. নেপোলিয়ন বোনাপার্ট

    নেপোলিয়ন বোনাপার্ট [ক] বা নাপলেয়ঁ বনাপার্ত [খ] ( ফরাসি: Napoléon Bonaparte, উচ্চারণ: [napɔleɔ̃ bɔnapaʁt]; জন্মনাম: Buonaparte}}; [১] }} ১৫ই আগস্ট ১৭৬৯ - ৫ই মে ১৮২১) ছিলেন ...

  2. নেপোলিয়ন বোনাপার্ট

    নেপোলিয়ন বোনাপার্টের জীবনী - বীরত্ব, কৌশল ভাবনার জন্য নিজেদের ...

  3. নেপোলিয়ান বোনাপার্ট জীবনী

    Napoleon Bonaparte biography - প্রথম ফরাসি সম্রাট নেপোলিয়ন. ১৭৯৯ সালে নেপোলিয়ন যখন মিসরের উদ্দেশে যাত্রা করেন তখন তার কাছে খবর আসে ফ্রান্সের ...

  4. Roar বাংলা

    This article is in the Bengali language. It is about Napoleon Bonaparte, the Emperor of France. References: 1. Napoleon: A Biography - Frank McLynn - Arcade Publishing (2003) 2. Napoleon: A Concise Biography - David A. Bell - Oxford University Press (2015)

  5. নেপোলিয়নের জীবনী 10 লাইনে

    নেপোলিয়নের জীবনী 10 লাইনে | Nepoleon Bonaparte Biography in Bengali | নেপোলিয়ন ...

  6. নেপোলিয়ন বোনাপার্ট

    নেপোলিয়ন বোনাপার্ট. ফ্রান্সের বিখ্যাত শাসক তথা বিশ্ব ইতিহাসের অন্যতম জনপ্রিয় চরিত্র নেপোলিয়ন বোনাপার্ট (Napoleon Bonaparte) যাঁর প্রকৃত ...

  7. Napoleon Bonaparte Biography in Bengali

    নেপোলিয়ন বোনাপার্ট জীবনী: Bengaliportal.com আপনাদের জন্য নিয়ে এসেছে Napoleon Bonaparte Biography in Bengali. আপনারা যারা নেপোলিয়ন বোনাপার্ট সম্পর্কে জানতে

  8. নেপোলিয়ন: বিকামিং ফ্রেঞ্চ (পর্ব-৩)

    This article is in the Bengali language. It is about Napoleon Bonaparte, the Emperor of France. References: 1. Napoleon: A Biography - Frank McLynn - Arcade Publishing (2003) 2. Napoleon: A Concise Biography - David A. Bell - Oxford University Press (2015)

  9. নেপোলিয়ন বোনাপার্টের জীবনী

    Welcome to Itihaser ltikatha : This is a tutorial channel of Indian History, World History, Indian Art, Culture and Heritage,Food, Fair and Festivals, Travel...

  10. নেপোলিয়ন বোনাপার্ট: ড. মুকিদ চৌধুরী

    ড. মুকিদ চৌধুরী এর নেপোলিয়ন বোনাপার্ট অরিজিনাল বইটি সংগ্রহ করুন রকমারি ডট কম থেকে। বই হাতে পেয়ে মূল্য পরিশোধের সুবিধাসহ অফারভেদে উপভোগ করুন ফ্রি ...

  11. নেপোলিয়ন বোনাপার্টের জীবনী । Nepoleon Bonaparte biography

    নেপোলিয়ন বোনাপার্টের জীবনী । Nepoleon Bonaparte biography | Documentary on Nepoleon Bonaparte🎬📺🎬 ...

  12. PDF File:নেপোলিয়ন বোনাপার্টের জীবনচরিত.pdf

    The following 2 pages use this file: File:4990010053636 - Life Of Napoleon Bonaparte Ed. 2nd, Chatterjee, Shyama Charan, 206p, GEOGRAPHY. BIOGRAPHY.

  13. नेपोलियन बोनापार्ट

    नेपोलियन बोनापार्ट (15 अगस्त 1769 - 5 मई 1821) (जन्म नाम नेपोलियोनि दि बोनापार्टे) फ्रान्स की क्रान्ति में सेनापति, 11 नवम्बर 1799 से 18 मई 1804 तक प्रथम कांसल के रूप में ...

  14. Napoleon

    Napoleon Bonaparte (born Napoleone di Buonaparte; 15 August 1769 - 5 May 1821), later known by his regnal name Napoleon I, was a French emperor and military commander who rose to prominence during the French Revolution and led successful campaigns during the Revolutionary Wars.He was the leader of the French Republic as First Consul from 1799 to 1804, then of the French Empire as Emperor of ...

  15. Napoleon Bonaparte

    Napoleon Bonaparte (1769-1821), also known as Napoleon I, was a French military leader and emperor who conquered much of Europe in the early 19th century. After seizing political power in France ...

  16. Napoleon Bonaparte

    Napoleon Bonaparte (1769-1821) was a Corsican-born French general and politician who reigned as Emperor of the French with the regnal name Napoleon I from 1804 to 1814 and then again briefly in 1815. He established the largest continental European empire since Charlemagne and brought liberal reforms to the lands he conquered at the cost of the destructive Napoleonic Wars (1803-1815).

  17. সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের জীবনী ও টাইমলাইন। Timeline and biography

    সম্রাট এবং জেনারেল নেপলিয়ন বোনাপার্টের উত্থান পতন ও ...

  18. Biography of Napoleon Bonaparte, Military Commander

    Updated on July 08, 2019. Napoleon Bonaparte (August 15, 1769-May 5, 1821), one of the greatest military commanders in history, was the twice- emperor of France whose military endeavors and sheer personality dominated Europe for a decade. In military affairs, legal issues, economics, politics, technology, culture, and society in general, his ...

  19. নেপোলিয়ন বোনাপার্ট জীবনী

    নেপোলিয়ন বোনাপার্ট জীবনী: Gksolve.in আপনাদের জন্য নিয়ে এসেছে Napoleon Bonaparte Biography in Bengali. আপনারা যারা নেপোলিয়ন বোনাপার্ট সম্পর্কে জানতে

  20. Napoleon I

    Statue of Napoleon Bonaparte in Ajaccio, Corsica, France. Napoleon was born on Corsica shortly after the island's cession to France by the Genoese. He was the fourth, and second surviving, child of Carlo Buonaparte, a lawyer, and his wife, Letizia Ramolino. His father's family, of ancient Tuscan nobility, had emigrated to Corsica in the ...

  21. Napoleon Bonaparte

    5/5/1821. On the 15th of August 1769 in the French-occupied capital of Corsica, Ajaccio, Napoleon was born to his father Carlo Maria di Buonaparte, and his mother, Maria Letizia Ramolino. The island of Corsica was formerly ruled by Genoa for nearly four hundred years before being ceded to France in 1768, however; Corsica enjoyed a period of ...

  22. Napoleon Bonaparte: Biography, Military General, French Emperor

    Napoleon Bonaparte was a French military general and emperor of France from 1804 to 1815. Read about his height, rise to power, quotes, exile, death, and more.

  23. Napoleon Bonaparte Biography: Iconic Leader's Untold Power

    Napoleon Bonaparte, a renowned military and political leader, played a significant role in shaping European history during the late 18th and early 19th centuries. Rising to power in France, he became Emperor and implemented various reforms that restructured the country and had a lasting impact.