Amrito Mondol, Career Coach & Resume Writer

Do you want to land your next-level career? enhance your professional presence? get more interview calls? update your professional CV/resume? optimize your LinkedIn and bdjobs profile? build your new career as a fresh graduate?

We specialize in update professional cv/resume, linkedin profiles, and bdjobs profile to enhance your chances of receiving more interview calls., entry level professional.

  • CV+Cover Letter Writing, Bdjobs and Linkedin Optimization
  • Delivery in Word and PDF file
  • One-to-One discussion
  • Professional Content to grab employer’s attention
  • Modification Opportunity 
  • 5 to 7 Working Days Delivery
  • 90 days of career support
  • Lifetime Career advice

Mid Level Professional

  • 7 to 10 Working Days Delivery

Senior level Professional

  • 10 to 20 Working Days Delivery

Career Development Coaching Programs

Career counseling program.

Join our comprehensive 6-hour career counseling program, specifically crafted into three sessions for beginners. We will delve into essential 6 topics:

  • Career Path Exploration
  • Job Field Selection
  • Effective Job Searching Strategy
  • Interview Preparation
  • Professional Development Needs Assessment
  • Meticulous document preparation advice

This program is meticulously designed to empower participants with the knowledge and skills needed to expedite their entry into the corporate world, ensuring a seamless career journey and professional success.

Career Audit Program (CAP)

This program is designed to experience professionals in one session. This 1-hour program includes detailed discussions on We will delve into essential 5 topics:

  • Audit Your Performance and Productivity.
  • Audit Your Skills & Competencies.
  • Audit and Advice Your Development.
  • Audit Your GAPs, Profile and Documents.
  • Audit Your Career Planning and Goals.

Which helps them identify their career gap and solve it properly.

Job Change Program (JCP)

This program is for those who want to change jobs. This program is designed to experience professionals in two sessions. This 04-hour program includes detailed discussions on We will delve into essential 5 topics:

  • Meticulous document preparation advice (CV, Cover letter, LinkedIn, Bdjobs)
  • Q&A session

Which helps them change jobs, build sustainable careers and work properly.

Our Happy Clients!

Developed freshers, top level professional, cxo level professional, retired professional, retired professional detail, recommendations & testimonials.

Abu Hena Mastafa Kamal

Frequently Asked Questions (FAQ)

– যে সকল প্রফেশনালদের ০৫ বছরের উপরে অভিজ্ঞতা এবং ৩ পেজের বেশি সিভি করেছেন যারা।

– সরকারি চাকরি, ব্যাংক থেকে অবসরপ্রাপ্ত বা অবসরে যাবেন যারা।

– অনেক ব্যস্ততার কারণে আপনার সিভি, লিংকড-ইন টি গোছানোর সময় পাচ্ছেন না যারা।

– ৫ এর অধিক কোম্পানিতে কাজ করেছেন যারা।

– চাকরি পরিবর্তনের কিছু কৌশল জানতে চাইছেন যারা।

 – সিভিতে কোন অ্যাচিভমেন্ট লেখা নাই, রেস্পন্সিবিলিটি লেখা নাই, স্কিল লেখা নাই, একটি ক্যারিয়ার সামারি লেখা নাই যাদের।

– ক্যারিয়ার নিয়ে চিন্তা হচ্ছে কোন সেক্টরে কাজ করবেন বুঝতেই পারছেন না অথবা সেক্টর পরিবর্তন করতে চাইছেন যারা।

– একটি বিডিজবসের সিভি করা আছে, সেটা দিয়েই চালিয়ে নিচ্ছেন যারা।

– চাকরি করছেন, সিভি আছে ইন্টার্ভিউ কলও পান কিন্তু ক্যারিয়ারে সামনের দিকে এগোতেই পারছেন না যারা।

– খুব কষ্ট করে একটা ইনফোগ্রাফিক সিভি করেছেন যারা।

– আপনার অভিজ্ঞতা ০৫ বছরের উপরে এক পেজের একটি সিভি করেছেন যারা।

 – সিভি আপডেট করিয়ে একটি প্রফেশনাল সিভি বানিয়ে নিতে চাইছেন যারা।

– অনেক আবেদন করেও একটিও ইন্টার্ভিউ কল পাননি যারা।

– অনেকগুলো ইন্টারভিউ দিয়েছেন কিন্তু চাকরিতে জয়েন করতে পারেনি যারা।

– ক্যারিয়ারে অনেক ঝামেলা করে ফেলেছেন যারা।

দুইটি পদ্ধতিতে আপনি আপনার সিভি আপডেট করতে পারেন এবং বেশি বেশি ইন্টারভিউ কল পেতে পারেন।

প্রথম পদ্ধতি: আমরা আপনার সিভি রিভিউ করব এবং আপনাকে নিজের সিভি নিজে লিখতে পরামর্শ দেব। এই পদ্ধতিতে সিভি আপডেট করার জন্য অনুগ্রহ করে আপনার বিদ্যমান সিভি পাঠান [email protected] ইমেইল করুন এবং সাবজেক্ট লাইনে লিখে দিন সিভি রিভিউ। এরপর আমরা একটা সিডিউল নির্ধারণ করে এক ঘন্টার সেশনে বসবো।

দ্বিতীয় পদ্ধতি: আমরা সরাসরি আপনার সিভি লিখে দেব আপনার তথ্য ব্যবহার করে। শুধু সিভি নয়, লিঙ্কডইন, বিডিজবস প্রোফাইল অপ্টিমাইজেশন সহ একটি কভার লেটারও লিখে দেব । আপনি কোন পদ্ধতিটি অবলম্বন করতে চান তা আমাদেরকে জানিয়ে দিন। দ্বিতীয় পদ্ধতি হলে ধাপগুলো পর্যায়ক্রমে দেয়া হলো।

দ্বিতীয় পদ্ধতি:

প্রথম ধাপ :

আপনি কি শুধুমাত্র সিভি লেখার সেবা চান, না সম্পূর্ণ প্যাকেজ (সিভি, কভার লেটার, লিঙ্কডইন, বিডিজবস প্রোফাইল অপ্টিমাইজেশান) সেবা চান?

প্রথমেই আপনার তথ্য সংগ্রহ করার জন্য আমাদের আপনার বিদ্যমান সিভি প্রয়োজন। অনুগ্রহ করে আপনার বিদ্যমান সিভি পাঠান [email protected] ইমেইল করুন এবং সাবজেক্ট লাইনে লিখে দিন কোন কোন সেবাটি দরকার।

দ্বিতীয় ধাপ :

এরপর আপনার পুরাতন সিভিটি আমরা অডিট করে দেখব। সেখানে যে সকল ইনফরমেশন কমতি থাকবে সেটা আপনার কাছ থেকে চেয়ে নিব মেইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে।

তৃতীয় ধাপ :

আমাদের পেমেন্ট টাও সেখানে মেনশন করা থাকবে। অনুগ্রহপূর্বক আপনার ইনফরমেশন এবং পেমেন্ট করে দিবেন।

চতুর্থ ধাপ :

এরপর আমরা একটা সিভির ফ্রেম রেডি করে ফেলব। তারপর আমরা এক ঘন্টা মত আলোচনা করব আপনার দক্ষতা, অর্জন এবং কাজের পরিধি নিয়ে। সিভি রাইটিং করানোর আগে এটা নিচিত করবেন যে তারা আপনার বিষয় নিয়ে কথা বলবে কিনা।

পঞ্চম ধাপ :

সমস্ত ইনফরমেশন সংগ্রহ করার পর আমি আপনার সিভিটি লেখার স্টার্ট করব। এবং সেটা কমপ্লিট করার পরে আমরা আপনাকে সেন্ড করে দিব চেক করার জন্য।

কোথাও যদি বিন্দুমাত্র পরিবর্তন হয় সেটা পরিবর্তন করে আমরা পরবর্তী লিংকডিন প্রোফাইল এবং বিডিজব অপটিমাইজেশন করা শুরু করব।

সপ্তম ধাপ :

লিংকডিন প্রোফাইল এবং বিডিজব অপটিমাইজেশন করে আমরা আপনাকে ফাইনাল ফাইল পাঠিয়ে দিব যেনো সেগুলো আপনি ব্যবহার করতে পারেন।

এটা হচ্ছে আমাদের সার্ভিস প্রক্রিয়া। এখন আপনার পুরাতন সিভি বা আপনার সকল ইনফরমেশন আমাদের দরকার হবে অনুগ্রহপূর্বক [email protected] এই মেইলে আপনার বিদ্যমান সিভি পাঠিয়ে দিন। এরপর যদি আপনাদের চাকরি পরিবর্তনের বা ইন্টারভিউ তে সমস্যা হয় তাহলে Interview Coaching Program এ জয়েন করতে পারবেন।

আমরা আপনার আবেদন প্রত্যাখ্যান এড়াতে এবং আরও ইন্টারভিউ কল পেতে আপনার মূল দক্ষতাগুলি হাইলাইট করে অর্জন-ভিত্তিক জীবনবৃত্তান্ত লেখার দিকে মনোনিবেশ করি।

আমরা কিছু চাকরি খোঁজার কৌশল প্রদান করে এবং চাকরি পরিবর্তন করতে একটি টেকসই ক্যারিয়ার-কেন্দ্রিক নির্দেশিকা প্রদান করি। তাই প্রত্যেক পেশাদার আমার সাথে আসে এবং আমাদের সম্ভাব্য পরিষেবা পায়।

আমরা জানি নিয়োগকর্তারা কী খুঁজছেন এবং সেই সব-গুরুত্বপূর্ণ ইন্টারভিউ পাওয়ার সম্ভাবনাকে ব্যাপকভাবে উন্নত করার লক্ষ্য রাখি। বিশদে আমাদের মনোযোগ সুপরিচিত এবং বাস্তব তথ্যের সাথে শৈলীর সমন্বয়ে আমরা যেভাবে সিভি উপস্থাপন করি তাতে আমরা নিজেদেরকে গর্ববোধ করি।

  • আমাদের কাছথেকে সিভি রাইটিং করিয়ে নিলে আপনি 3x ইন্টারভিউ কল পাবেন।
  • ক্যারিয়ারে ছোটখাটো ভুল শুধরে নিতে পারবেন।
  • স্যালারি ৪০% বৃদ্ধি করতে পারবেন।
  • খুব দ্রুত চাকরি খুজে পাবেন।

হ্যাঁ. আমাদের সম্পূর্ণ প্যাকেজ হল (CV, Cover Letter Writing, Linkedin & Bdjobs Optimization সহ ০৩টি চাকরি খোঁজার কৌশল)। আপনি ইন্ডিভিজুয়াল আপনার সেবা পেতে পারেন.

কেরিয়ার কাউন্সেলিং হল এক ধরনের পরামর্শ প্রদান এবং সমর্থন যা ক্যারিয়ার কাউন্সেলররা তাদের নতুন স্নাতকদের ও অভিজ্ঞ দের প্রদান করে, যাতে নতুন স্নাতকদের ও অভিজ্ঞ দের জীবন পরিবর্তনের মাধ্যমে তাদের ক্যারিয়ার যাত্রা পরিচালনা করতে সহায়তা করে।

এর মধ্যে রয়েছে চাকরি খোঁজার কৌশল, ক্যারিয়ার পছন্দ করা, ক্যারিয়ারের পরিবর্তনগুলি পরিচালনা করা, জীবনব্যাপী ক্যারিয়ারের বিকাশ এবং অন্যান্য ক্যারিয়ার-সম্পর্কিত সমস্যাগুলির সাথে মোকাবিলা করা। বিশ্বব্যাপী ক্যারিয়ার কাউন্সেলিং এর কোন সম্মত সংজ্ঞা নেই, প্রধানত ধারণাগত, সাংস্কৃতিক এবং ভাষাগত পার্থক্যের কারণে। যাইহোক, ‘ক্যারিয়ার কাউন্সেলিং’ এর পরিভাষাটি সাধারণত একটি পেশাদার হস্তক্ষেপকে বোঝায় যা একের পর এক বা একটি ছোট দলে পরিচালিত হয়।

কেন আপনার এই ক্যারিয়ার কাউন্সিলিং নেওয়া উচিত?

অনেক সময় আমরা ভূল করে একটি ক্যারিয়ার পাথ পছন্দ করে ফেলি। মনকে কখনও প্রশ্ন করি না কিসে আমাদের ভালো লাগা? সারাদিন কি করতে ইচ্ছা করে? এই সব দেখার সময় থাকে না একটা সময় পর।

বিশ্ববিদ্যালয়ের গন্ডি পার হতে না হতেই চলে আসে আমাদের ক্যারিয়ার নির্বাচন করার সময়। তাড়াহুড়ো করে বসে পড়ি একটি পেশায়। সেই থেকে চলতে থাকা। কিছু বছর কাজ করার পর মনে হয়, না মার্কেটিং এ ক্যারিয়ার গড়াটা আমার জন্য ভালো ছিল। সকাল পেরোতেই মনে হয় ইঞ্জিনিয়ারিং কেন পড়লাম? আমার তো লেখালেখি, ট্রেনিং, মানুষের সাথে কথা বলতে ভালো লাগে। বাড়িতে এসে বাবা বলেন সেই আমলে বলেছিলাম একটা সরকারি চাকরির জন্য আবেদন করতে। এমনই চলতে থাকে ১০-১৫ বছর। ইচ্ছা না থাকার সত্ত্বেও সেই যান্ত্রিক শহরে ছুটে চলা কিছু জীবিকা নির্বাহ করার তাগিদে। আস্তে আস্তে মনের উপর বোঝা চাপিয়ে কাজ করতে হয় সারাটি জীবন।

অনেক সময় প্যাশনকে আমল দেই না আমরা। ধরুন একজন খেলোয়ার হতে চায়। তাকে যদি বলা হয় তুমি সরকারি চাকরি করবা। তাহলে তার ভেতরের মানুষটাকে বাদ্ধ করা হলো সরকারি চাকরি করতে। খেলাধুলা তার ভালো লাগা, তার প্যাশন, তার বিশ্বাস সে একদিন অনেক বড়ো খেলোয়ার হবে। কিন্তু তার পরিবার, সমাজ তাকে যুক্তি দিয়ে বুঝায়। কিছুই করার নাই, পরিবারের কথা শুনতে হয় গুরুজনের আদেশ মানতে হয়। তাই তার মাথায় এখন আর বল ঘোরে না, রাত জেগে কবি হবার স্বপ্নের জাল বোনে না।

আপনারা হয়তো ভাববেন এটি সামান্য লেখা, কিন্তু এই সামান্য লেখা লিখতেও  অমৃত এর চোখের কোনায় আজও এক বিন্দু জলের কনা গড়িয়ে পড়েছে। কারন শুধু একজন নয় এটার শিকার অনেকেই। লাখ লাখ মানুষের এমন আর্তনাধ আমি শুনতে পাই। হয়তো আপনারও এমন কিছু করার ইচ্ছা ছিলো মনে, কিন্তু মন হারিয়ে গিয়েছে পরিবার, সমাজ, আত্মীয় স্বজনের কষাঘাতে। কিন্তু আপনি এখন বাবা, আপনার সন্তান যাই হতে চান না কেন সাহস দিয়ে এগিয়ে দিন।

ক্যারিয়ার  কাউন্সিলিং  কাদের  জন্য?

  • আপনি একজন নবীন, এখন চাকরি খুঁজছেন যারা।
  • নতুন চাকরিতে ঢুকেছেন যারা।
  • ইউনিভার্সিটি ১ম থেকে ৪র্থ বর্ষের ছাত্র-ছাত্রী যারা।

ক্যারিয়ার  কাউন্সিলিং  কোন  সমস্যাগুলোর  সমাধান  করবে?

  • নতুন একটা চাকরি পাইতে সহায়তা করবে।
  • সিভি নিয়ে কিছু সমস্যা আছে আমাদের দেশে, সেটা সম্পর্কে জানা।
  • নিজেকে অন্যান্য দশ জনের থেকে আলাদা করে ফুটিয়ে তোলা।
  • কর্পোরেট ল্যাডারে দ্রুত উপরের দিকে উঠে যেতে সহায়তা করবে।
  • বিভিন্ন স্কিলের প্রয়োজনীয়তা বুঝে সেলফ ডেভলপমেন্টে দক্ষ হয়ে উঠতে পারবে।
  • আপনার সমস্যা চিহ্নিতের প্রথম ধাপ হচ্ছে আমাদের ক্যারিয়ার কাউন্সিলিং
  • চাকরি পরিবর্তন করতে চাইলেই হয় না অনেক সময়, তাই আমারা কিছু স্টাটাজি বানিয়েছি যেন আপনি একটি চাকরি পরিবর্তন করতে পারেন।
  • ক্যারিয়ারে নানান ধরনের সমস্যা আসে, সেগুলো আলোচনা করা হয় এই কাউন্সিলিং এ।
  • নতুন প্রফেশন পছন্দ করতে, তাতে উপযুক্ত সময়ে সুফল আসে।
  • নিজেকে নির্ভরযোগ্য হিসাবে গড়ে তোলার জন্য সেলফ ডেভলপমেন্টের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানা।
  • একটানা কত বছর চাকরি করলে পরবর্তী চাকরি পরিবর্তন করতে সহজ হয় তা জানা।
  • ক্যারিয়ারে কোন কোন বিষয়ে পারদর্শী হলে স্মুথ ক্যারিয়ার হয় তা জানা।
  • শুধু কি দক্ষ হব? নাকি দক্ষতার উপরে ম্যাস্টারি করব তা জানা। 

যেভাবে  কাউন্সিলিং  এ  অংশ  নিবেন:

রেজিস্ট্রেশন ও তথ্যঃ কাউন্সিলিং এর জন্য 01943757165 হোয়াটঅ্যাপে আপনার তথ্য দিয়ে 1200৳ বিকাশ/নগদ 01943757165 করুন। নাম: ইমেইল: টপ একডেমিক কোয়ালিফিকেশন: পদবি : কোম্পানির নাম: পেমেন্ট স্ক্রিনশট:

  ক্যারিয়ার   কাউন্সিলিং   সময় :  6   ঘণ্টা

যে  সকল  প্রশ্নের  উত্তর  পাবেন  আমাদের  ক্যারিয়ার  কাউন্সিলিং  থেকে:

১। কিভাবে আপনার পেশন খুজে পাবেন?

২। কিভাবে আপনার চাকরির সেক্টর খুজবেন?

৩। আপনার সপ্নের চাকরি কিভাবে খুজবেন?

৪। সিভি কেমন হবে? কিভাবে লিখলে ইন্টারভিউ কল আসবে ? কাভার লেটার কি?

৫। লিংকড-ইন আইডি কেমন হবে, সেখানে কি কি থাকাটা খুবই গুরুত্বপূর্ণ? সেখানে কিভাবে আবেদন করতে হয়? সিভি কিভাবে অপলোড করতে হয়? কাদেরকে লিংকডিনে কানেক্ট করব? লিংকড-ইনে কি শুধু কানেক্ট করব, নাকি আরও কিছু বলব?

৬। বিডিজবসের গোপন রহস্য কি?

৭। চাকরি কোথায় পাব, চাকরী কোথায় খুঁজব, কারকাছে খুঁজব?

৮। ইমেইল টা কেমন হবে, ইমেইল কিভাবে পাঠাব?

৯। শুধু কি সিভি পাঠাব না আরও কিছু পাঠাব, কিভাবে পাঠাব?

১০। কি কি ট্রেনিং করবো এবং কখন করব?

১১। চাকরিতে পেশা কিভাবে পরিবর্তন করা যায় বা পেশা কিভাবে পছন্দ করতে হয়?

১২। একটি নতুন চাকরীতে প্রবেশের সময় করনীয় কি কি?

১৩। কিভাবে নিজের শক্তি, দূর্বলতা, সুযোগ খুজে পাবেন?

১৪। কিভাবে লক্ষ নির্ধারন করতে হয়?

১৫। নবীনরা কি কি করবেন চাকরী পাবার জন্য?

১৬। পেতে পারেন কিছু ইন্টারভিউ কৌশল

১৭। কিভাবে একটি বিষয়ে পারদর্শী হবেন?

১৮। কিভাবে কিছু নরম দক্ষতা অর্জন করবেন?

১৯। সামাজিক যোগাযোগের মাধ্যম কেমন ব্যবহার করব?

২০। ক্যারিয়ারে নানান ধরনের সমস্যা থাকে, সেটা আলোচনা করুন আমার সাথে তাতে সমাধান পাবেন।

ক্যারিয়ার  কাউন্সিলিং এর সফলতা কি?

বিগত সালে ২২৫ জনকে কাউন্সিলিং দিয়েছি সেখান থেকে সবাই কিন্তু চাকরি পায়নি। কারন তাদের ইচ্ছা করে না কোন কিছু করতে। আবার কিছু দুরান্ত ছেলে ছিল যারা হাজারেও টিকে চাকরি নিয়েছেন। এখানে কিছু অভিজ্ঞ প্রফেশনাও ছিলেন৷ আমাকে ০4 ঘন্টা দেবার পর তার সব কিছুই পরিবর্তন হতে শুরু করে। 

পরের বার যখন আপনি আমার কাছে সিভি, লিঙ্কডইন এবং বিডিজব আপডেট করার জন্য আসবেন, তখন খুব কম সার্ভিস চার্জ দিতে হবে। আপনার ক্যারিয়ারে কোনো সমস্যা আসলে আমি সমাধান করব। আপনি সঠিকভাবে কাজ করছেন কিনা আমরা পর্যবেক্ষণ করবো। আমি আপনাকে যে ক্রিয়াকলাপগুলি করতে বলি তা যদি আপনি না করেন তবে আমি আপনাকে সেগুলি করতে চাপ দেবো৷

অনেকে শুধু তাদের জীবনবৃত্তান্ত, কভার লেটার, LinkedIn, Bdjobs আপডেট করে। বাকিটা হল পরিষেবার একটা বড় অংশ যা আপনার পরিষেবার মূল অংশ। এটা আমার ক্যারিয়ার কোচিং এবং ক্যারিয়ার সাপোর্ট সার্ভিস।

আপনি যদি সম্পূর্ণ প্যাকেজ চান (CV, Cover Letter, LinkedIn, Bdjobs চাকরি খোঁজার কৌশল সহ) এতে 06 দিন সময় লাগবে। যদি শুধু সিভি আপডেট করিয়ে নিতে চান তাহলে ০৩ দিন সময় লাগবে। 

সিভি লেখার খরচ নির্ভর করে আপনার কত বছরের অভিজ্ঞতা এবং চাকরির সংখ্যার উপর। বিস্তৃত জানতে আমাকে কল করুন 01943757165 (হোয়াটসঅ্যাপ)

  • সিভি লেখার মূল্য 1000 টাকা থেকে শুরু হয় 
  • LinkedIn প্রোফাইল অপ্টিমাইজেশান মূল্য 500-1000 BDT
  • Bdjobs প্রোফাইল অপ্টিমাইজেশান মূল্য 500-1000 BDT
  • Cover Letter লেখার মূল্য 300-500 টাকা
  • Motivation Letter লেখার মূল্য 500 BDT (শুধুমাত্র NGO পেশাদারদের জন্য প্রেরণা পত্র)
  • আমাদের অনলাইন ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম। 6 ঘন্টার জন্য কাউন্সেলিং ফি 1200 BDT।

আপনি বিকাশ, নগদ এবং রকেটের মতো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনার পেমেন্ট করতে পারেন।

হ্যাঁ. তবে, আপনার আর্থিক অবস্থা খুবই খারাপ হলে, আপনি 50% অগ্রিম দিতে পারেন। LinkedIn এবং bdjobs অপ্টিমাইজ করার সময় আপনি বাকি 50% দিতে পারেন।

হ্যাঁ, আপনি পারবেন। আমরা আপনার সিভি তৈরি করতে Microsoft Word ব্যবহার করছি।

হ্যাঁ, আপনি পারবেন। আপনি এই ভিডিওটি দেখে আপনার নিজের সিভি নিজে লিখতে পারেন এবং বিনামূল্যে আমাকে দিয়ে চেক করিয়ে নিতে আমার হোয়াটস্যাপ নম্বর এ সেন্ড করুন ০১৯৪৩৬৫৭১৬৫ 

হ্যাঁ, আপনি পারবেন। বিনামূল্যে আমাকে দিয়ে চেক করিয়ে নিতে আমার হোয়াটস্যাপ নম্বর এ +8801943751765 আপনার সিভি সেন্ড করুন।

হ্যাঁ. আমি আপনার মূল্যবান সময় কমিয়ে কিছু ভ্যালু অ্যাড করি । এই সেবার জন্য আপনাকে আমার সাথে দেখা করতে হবে না। আমরা হোয়াটসঅ্যাপ বা ফোন কলে আমাদের আলোচনা, সেশন সম্পূর্ণ করব।

  • আপনি যদি একজন ডিসাবল পেশাদার হন, আমি আপনাকে আপনার কর্মজীবনের বিকাশের জন্য বিনামূল্যে সাহায্য করব।
  • আপনার আর্থিক অবস্থা খুব খারাপ হলে, আমি আপনাকে 50% ছাড় দিয়ে সাহায্য করব।

Mastering CV Writing and Job Application Process in Bangladesh

resume writing in bangladesh

Crafting a perfect resume is a crucial step to securing a job in the competitive Bangladesh job market where employers value detail-oriented and culturally appropriate applications. But what are the key elements that make a resume stand out in Bangladesh? This article will delve into the unique characteristics of the Bangladesh job market and provide crucial insights on resume writing techniques that will increase your chances of landing a job.

Below, we are crafting a sample resume specifically tailored for the Bangladesh job market, keeping in mind that Bengali is predominantly used for professional matters in the country. Feel free to adapt it according to your personal needs.

Sample Resume Tailored for the Bangladesh Job Market

ব্যক্তিগত তথ্য

পূর্ণ নাম: মোহাম্মদ রাহিম মিয়া ঠিকানা: ১২৩/এ, মিরপুর, ঢাকা-১২১৬ মোবাইল নম্বর: ০১২৩৪৫৬৭৮৯০ ইমেইল: [email protected]

ক্ষমতা ও যোগ্যতা

  • প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেওয়া এবং নির্দেশনা দেওয়া
  • সমস্যার সমাধান করা ও সিদ্ধান্ত নেওয়া
  • মাইক্রোসফট অফিস (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) ব্যবহার করা ‍

বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিবিএ - ব্যবসা প্রশাসন, ২০১৮ - ২০২২

  • সহকারী প্রশাসনিক অধিকারী, এবিসি প্রতিষ্ঠান, ঢাকা (২০২২ - বর্তমান)
  • প্রশাসনিক সহকারী, ডিফি প্রতিষ্ঠান, ঢাকা (২০২০ - ২০২২) ‍
  • বাংলা (মাতৃভাষা)
  • ইংরেজি (ভাল পর্যায়ে) ‍

প্রদান করা হবে অনুরোধে

সাক্ষাৎকারে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আপনার সম্মুখে আমার যোগ্যতা বিস্তারিত প্রদর্শন করার জন্য আমি অত্যন্ত উৎসাহিত। ‍

In the following article, we will delve into the nuances of crafting an impeccable CV tailored to the Bangladesh job market. We will provide you with step-by-step guidance on how to create a CV that stands out, along with valuable tips on job hunting and application procedures in Bangladesh. The purpose of a well-written CV is to present your skills, qualifications, and experiences in the most effective way and to make a strong impression on prospective employers, thereby increasing your chances of securing job interviews. It's important to note that while Bengali is the national language of Bangladesh, English is widely used in business and professional environments. Therefore, you can prepare your CV in either of these languages, depending on the job requirements and your comfort level.

bangladesh country

Essential Tips for Job Hunting and Application in Bangladesh

Looking for a job in Bangladesh can be a challenging yet exciting task. The country's job market is diverse and dynamic, with opportunities available in various sectors such as information technology, textiles, agriculture, and services. Here are some important tips to help you navigate the job search process:

  • Start by researching the industries and companies that interest you. Look for information online and network with professionals in your field.
  • Make use of online job portals such as Bdjobs.com, Bikroy.com, and Jagojobs.com, which are popular in Bangladesh.
  • Attend job fairs and recruitment events where you can meet potential employers face-to-face.
  • Networking is crucial, so make connections with industry professionals who can provide insights and job referrals.
  • Don't forget to learn about the country's work culture, labor laws, and salary structures to make an informed decision. ‍

When it comes to applying for a job in Bangladesh, understanding the application process is vital. The job application process is usually straightforward, but it requires careful attention to detail and proper documentation. Here is a step-by-step guide on how to apply for a job:

  • Prepare a comprehensive CV detailing your academic qualifications, work experience, skills, and achievements.
  • Write a compelling cover letter that highlights your suitability for the job.
  • Apply for the job through the company's website or a job portal. Ensure you follow their application guidelines.
  • Prepare for the interview by researching common interview questions and practicing your responses.
  • Although Bangla is the official language, English resumes are widely accepted, especially for roles in multinational companies, or sectors like IT, finance, and customer service, where English proficiency is a prerequisite.
  • Finally, if you are selected for the job, go through the offer letter carefully before accepting the position. It's also a good idea to negotiate your salary and benefits if necessary. ‍

The Significance of Professional Email Etiquette in Job Applications in Bangladesh

To apply for a job in Bangladesh, you must first find a suitable job opening that matches your skills and qualifications. Once you've found a job you're interested in, you’ll need to prepare a professional resume that carefully details your experiences, skills, and academic qualifications. The next step is to write an equally professional email to send along with your resume. This email, often referred to as a cover letter, should clearly state the job you're applying for, your qualifications, and why you believe you're the perfect fit for the position. Remember to keep it concise, formal, and error-free, as this email serves as your first impression to potential employers. In the Bangladesh job market, a well-written resume and cover letter can significantly increase your chances of landing an interview. Below, you will find a sample email to give you a better idea of what to include in your application.

বিষয়: চাকরির আবেদন - [আপনার নাম]

প্রিয় কর্মকর্তা,

আমি আপনার প্রতিষ্ঠানের জন্য আবেদন করার জন্য আগ্রহী। আমি বিশ্বাস করি যে আমার দক্ষতা এবং অভিজ্ঞতা আপনার দলটিতে একটি মূল্যবান সংযোজন হবে।

আমার জীবনবৃত্তান্ত সংযুক্ত করা হয়েছে। আমি আপনার সম্মুখে আমার যোগ্যতা এবং যেভাবে আমি আপনার প্রতিষ্ঠানের সাথে মিল করতে পারি তা বিস্তারিত আলোচনা করার জন্য উত্সাহিত হব।

আপনার সময় ও বিচারের জন্য ধন্যবাদ। আমি শীঘ্রই আপনার জবাব পেতে আশা করি।

[আপনার নাম]

Searching for Entry-Level Jobs in Bangladesh

  • Start with a Strong Resume: Even if you don't have any work experience, focus on your educational background, skills, and any relevant internships or voluntary work. Include awards or recognitions you may have received during your studies. Highlight any projects you have completed that align with the job role you are applying for. ‍
  • Understand the language requirement: The official language of Bangladesh is Bengali. However, English is widely spoken and understood, especially in business and urban areas. If you're not fluent in Bengali, make sure to state your language proficiency in your CV. A CV can be written in either Bengali or English, depending on the job you're applying for. ‍
  • Tailor your CV: Customize your CV for each job application. Understand the job requirements and modify your CV to match those requirements. Highlight the relevant skills and experiences that make you a strong candidate for the job. ‍
  • Networking: Networking can be vital in job hunting. Attend industry-related events, seminars, and job fairs. Leverage social media platforms like LinkedIn to connect with professionals in your field of interest. ‍
  • Use Job Portals: Utilize online job portals to look for entry-level positions. Websites like bdjobs.com, jobsA1.com, and job.com.bd are popular in Bangladesh. ‍
  • Learn the Basics of Bengali: If you plan to work in Bangladesh, learning the basics of Bengali can give you an edge over other candidates. It shows your commitment and respect for the local culture. ‍
  • Leverage Educational Institutions: If you are a recent graduate, use the career services of your institution. They often have connections with employers and can help you in your job search. ‍
  • Internships and Voluntary Work: If you find it challenging to land a job due to lack of work experience, consider internships or voluntary work. These experiences can be valuable and make your CV stand out. ‍
  • Learn about the Company: Before applying, research about the company, its culture, and the job role. This information can help you tailor your CV and cover letter. ‍
  • Be Persistent: Job hunting can be a lengthy and challenging process. Don't get disheartened if you receive rejections. Stay motivated, keep applying, and the right opportunity will come along. ‍

Necessary Documents for Job Applications in Bangladesh

bangladesh country

Applying for a job in Bangladesh requires a number of documents. These are essential to verify your identity, qualifications, and experience. It's important to be well-prepared and have all the necessary documents ready before you start the job application process.

Firstly, you will need a detailed and updated Curriculum Vitae (CV) or resume. This document should include your personal details, educational qualifications, work experience, skills, and references. It should be tailored to the job you are applying for, highlighting relevant skills and experiences.

Secondly, an applicant needs to provide academic certificates. These include secondary school certificate (SSC), higher secondary certificate (HSC), graduation and post-graduation certificates, and other relevant certificates depending on the job requirements. These documents serve as proof of your educational qualifications.

Thirdly, you may also need to provide experience certificates from your previous employers. These certificates should verify your job role, responsibilities, and duration of employment in those organizations. If you’re a fresh graduate with no work experience, you might need to provide internship certificates, if any.

Next, you will need to submit a National ID card or any form of identification approved by the government. This could be a passport or a driving license. This is used to verify your citizenship and your age.

Lastly, in some cases, you may need to provide character certificates. These are usually issued by an authority figure, like your previous employer or your university, attesting to your character and behavior.

Keep in mind that the requirements can vary depending on the job and the employer. It's always a good idea to check the job description or directly contact the employer to know exactly what documents are needed.

Essential Resume Phrases for the Bangladesh Job Market and Their Translations

In this section, you will find a list of useful terms related to writing a resume for the Bangladesh job market. These terms have been translated into Bangla, the official language of Bangladesh, to aid your understanding and application in the local context.

  • Resume structure: জীবনবৃত্তান্ত গঠন (Jibanbrittanta gathan)
  • Resume formatting: জীবনবৃত্তান্ত বিন্যাস (Jibanbrittanta binyas)
  • Education: শিক্ষা (Shikkha)
  • Skills: দক্ষতা (Dakshata)
  • Internship: ইন্টার্নশিপ (Internship)
  • Work experience: কর্ম অভিজ্ঞতা (Karma abhijnata)
  • Professional summary: পেশাগত সারাংশ (Peshagat saransha)
  • Contact information: যোগাযোগের তথ্য (Yogyogor tothyo)
  • References: উল্লেখ (Ullekh)
  • Certifications: প্রমাণপত্র (Pramanpatra)
  • Achievements: অর্জন (Arjon) ‍

These translations will help guide you through the process of creating a resume that is suitable for the Bangladesh job market.

Guidelines for Crafting a Resume with Appropriate Structure, Formatting, and Photo for the Bangladesh Market

The beginning of the journey towards achieving career goals in Bangladesh is often marked by the challenge of crafting an impeccable resume. The structuring and formatting of this essential document play a crucial role in making a lasting impression on prospective employers. An eloquently formatted resume not only showcases one's professional experience and qualifications but also reflects the applicant's attention to detail and organizational skills.

A well-structured resume for the Bangladesh job market should encompass the following stylistic settings:

  • The chosen font should be professional and easy to read. Times New Roman and Arial are popular choices due to their clarity and formality.
  • The format should be consistent throughout the document. This includes headings, subheadings, and bullet points, which should all follow a uniform style.
  • Margins should be set to 1 inch on all sides. This creates a clean, neat appearance and makes the resume easier to read.
  • Bullet points should be used to list skills, experiences, and achievements. This enhances readability and allows for quick scanning of crucial information.
  • Separators, such as lines or spaces, should be used to distinguish different sections of the resume. This aids in organization and clarity. ‍

When choosing a template, opt for a simple, professional design that highlights the content rather than the visual elements. This aligns with the Bangladesh job market's preference for straightforward, content-focused resumes.

In terms of color, it is best to stick to black for the text and a white background. This ensures readability and maintains the document's professional tone.

Lastly, including a photo in the resume is not a standard practice in the Bangladesh job market. The focus should be on the content of the resume, not the applicant's appearance. However, if a photo is requested in the job advertisement, it should be a professional headshot.

Besides the Resume Template for Bangladesh, we also offer other similar templates that you might find interesting.

  • United Kingdom CV
  • Trinidad and Tobago CV
  • Vanuatu CV ‍

Mastering the Essentials: Crafting a Winning Resume for the Bangladesh Job Market

bangladesh country

Unlocking Success in Bangladesh's Job Market: The Power of a Strong Resume Header

The header is crucial in a resume for the Bangladesh market, as it should be clearly visible and contain all contact information, ensuring potential employers have immediate access to the applicant's details. To create an effective header, an individual should start by stating their last name, followed by their first name, ensuring that this is the most prominent part of the header. Directly below the name, they should explicitly mention their profession and discipline, detailing the specific area of expertise they possess. Subsequently, the applicant must include their mailing address; this should be complete, including city and postal code, to provide a comprehensive contact point. The next line should contain the individual's phone number, with the country code if necessary, to offer a direct line of communication. Lastly, the email address should be stated, providing an essential, modern medium for contact. This email should be professional, ideally containing the applicant's name to maintain a high level of professionalism.

উপাধী, প্রথম নাম

পেশা এবং বিষয়

মেইলিং ঠিকানা

ই-মেইল ঠিকানা

রহমান, মোহাম্মদ

সফটওয়্যার প্রকৌশলী

২৩/৩ মিরপুর রোড, ঢাকা ১২১৬

০১৮১২-৩৪৫৬৭৮

[email protected]

Understanding the Crucial Role of Experience in Resumes for the Bangladesh Job Market

In the competitive job market of Bangladesh, the experience section in a CV plays a pivotal role. It is this section that potential employers scrutinize to ascertain the candidate's suitability and stand-out skills for the job in question. When drafting this essential section, there are certain tips that can enhance its effectiveness:

  • Maintain Chronological Order: List your work experiences starting with the most recent one. This order helps employers understand your career progression and the relevance of your latest role to the job you're applying for. ‍
  • Include Contract Dates: Always mention the start and end dates of your previous employment. This provides a clear picture of your tenure at each job, outlining your stability and commitment. ‍
  • Highlight Job Title: The job title is vital as it instantly gives an overview of your role and responsibilities. Make sure it matches the industry standard, is recognizable, and reflects your true role. ‍
  • Use a Bulleted List: Present your duties and achievements in bullet points. This enhances readability and allows employers to quickly scan for key information. ‍
  • Provide Job Description: A concise yet comprehensive job description helps employers understand your responsibilities and skills. Use action verbs and quantify achievements where possible. ‍
  • Utilize Key Words: Incorporate keywords from the job advertisement in your experience section. This increases the likelihood of your CV being picked up by the employer's ATS (Applicant Tracking System) and demonstrates that you possess the skills required for the job. ‍

পদ: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার

চাকুরিদাতা: গ্রামীণফোন, ঢাকা

তারিখ: জানুয়ারী 2017 - ডিসেম্বর 2020

  • সফটওয়্যার প্রকল্প পরিচালনা এবং পরিচালনা করেছেন।
  • কম্প্যানির টেকনিক্যাল সমস্যা সমাধান করেছেন।
  • নতুন প্রযুক্তি ব্যবহারের জন্য ট্রেনিং ও পরামর্শ দিয়েছেন।
  • ক্লায়েন্টের সাথে যোগাযোগ এবং সমন্বয় রক্ষা করেছেন।
  • বিভিন্ন সফটওয়্যার টীমের মধ্যে সমন্বয় তৈরি করেছেন।

bangladesh country

Understanding the Crucial Role of Education in Resumes for the Bangladesh Job Market

In the Bangladesh job market, the education section of a CV plays an instrumental role. It is a critical determinant for recruiters as it provides a snapshot of an applicant's academic qualifications and accomplishments. The education section reflects the candidate's knowledge base, discipline, specializations, and the skills they may have acquired during their academic journey. Employers in Bangladesh place a significant emphasis on this section as it helps them gauge the candidate's potential suitability and competency for the job role. For instance, a position in an engineering firm would require a candidate with a degree in a relevant engineering field.

In the context of the Bangladesh job market, the education section is typically placed at the beginning of a CV, particularly for fresh graduates, as it is their strongest selling point due to a lack of substantial work experience. For example, a fresh graduate applying for an entry-level position in a bank would benefit from listing his/her Bachelor's degree in Finance or Accounting at the top of the CV. However, this rule does not apply to all cases. For seasoned professionals with extensive work experience, their professional accomplishments and experiences take precedence over their academic qualifications. Therefore, they should list their work experience first. For instance, a senior executive with over 15 years of experience in the textile industry would prioritize his/her professional experience over education while drafting a CV.

শিক্ষাগত যোগ্যতা:

স্নাতক (অনার্স) - বাণিজ্য অনুষদ

ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, বাংলাদেশ

পাসের সাল: ২০২০

জিপিএ: ৩.৫৫

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) - ব্যবসা অধ্যয়ন

ঢাকা কমার্স কলেজ, ঢাকা, বাংলাদেশ

পাসের সাল: ২০১৬

জিপিএ: ৪.৫০

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) - ব্যবসা অধ্যয়ন

মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়, ঢাকা, বাংলাদেশ

পাসের সাল: ২০১৪

জিপিএ: ৫.০০

অন্যান্য প্রশিক্ষণ ও সার্টিফিকেট:

  • সার্টিফিকেট কোর্স ডিজিটাল মার্কেটিং এবং এসইও, বিডিজবস ট্রেনিং, ২০২০
  • ইংরেজী ভাষা দক্ষতা সার্টিফিকেট, ব্রিটিশ কাউন্সিল, ২০১৮

Highlighting Key Skills in Resumes: Essential for Securing Jobs in Bangladesh's Competitive Market

bangladesh country

In the Bangladesh job market, it is imperative to highlight your skills in your resume to stand out from the crowd. Employers are progressively seeking candidates with a robust skill set that aligns with the job requirements. Your skills demonstrate your abilities and proficiencies in a particular field, making you a valuable asset to the potential employer. They show that you can bring something unique to the table, enhancing your chances of being shortlisted for the job. Skills not only include technical and job-specific abilities but also soft skills like communication, leadership, problem-solving, and teamwork, which are essential in today's dynamic work environment.

Recruiters in Bangladesh are looking for a blend of hard and soft skills in potential candidates. They seek individuals who are proficient in their field of expertise, be it IT, engineering, finance, marketing, or any other industry. Knowledge of modern technologies and tools, relevant certifications, and degrees are highly valued. However, the importance of soft skills cannot be understated. Employers are increasingly recognizing the significance of skills like critical thinking, creativity, adaptability, and emotional intelligence. Furthermore, fluency in English and Bengali, digital literacy, and intercultural competence are also highly desired in the Bangladesh job market.

Below, we will provide a curated list of soft skills and hard skills that are highly desirable and beneficial when crafting a resume for the job market in Bangladesh.

Soft Skills:

  • Communication (যোগাযোগ)
  • Leadership (নেতৃত্ব)
  • Problem-solving (সমস্যা সমাধান)
  • Creativity (সৃজনশীলতা)
  • Time Management (সময় ব্যবস্থাপনা)
  • Teamwork (দল কাজ)
  • Adaptability (অভিযোজনযোগ্যতা)
  • Critical Thinking (সমালোচনামূলক চিন্তা)
  • Decision Making (সিদ্ধান্ত গ্রহণ) ‍

Hard Skills:

  • Computer Programming (কম্পিউটার প্রোগ্রামিং)
  • Data Analysis (ডাটা বিশ্লেষণ)
  • Graphic Design (গ্রাফিক ডিজাইন)
  • Foreign Language Proficiency (বিদেশি ভাষা দক্ষতা)
  • Project Management (প্রকল্প ব্যবস্থাপনা)
  • Digital Marketing (ডিজিটাল মার্কেটিং)
  • SEO/SEM Marketing (এসইও / এসইএম মার্কেটিং)
  • Technical Writing (প্রযুক্তিগত লেখা)
  • Software Development (সফটওয়্যার উন্নয়ন) ‍

Additional Sections to Enhance Your Resume for the Bangladesh Job Market

Adding additional headings in a CV for the Bangladesh job market can provide potential employers with a more comprehensive understanding of your skills, which may increase your chances of being hired. These categories can highlight your unique selling points and showcase your diverse abilities, which are not only confined to academic qualifications and professional experience. For this reason, the categories 'Languages' and 'IT Tools' could be essential additions to a CV.

The 'Languages' section is particularly crucial in a country like Bangladesh where English is not the first language, but its proficiency is highly sought after in many industries. Being multilingual is an invaluable asset in the globally connected corporate world. In this section, you would list all the languages you can effectively communicate in and specify your level of proficiency in each. This could be an advantage if the job requires dealing with international clients or partners.

The 'IT Tools' category is equally significant in today's digital age. Almost all jobs now require some degree of computer literacy, and having advanced skills in specific software or applications could set you apart from other candidates. In this section, you can list the computer programs, software, or digital tools you are proficient in, such as Microsoft Office, Adobe Creative Suite, or any industry-specific software. This could demonstrate your readiness to adapt to modern work environments and your capability to streamline work processes using technology.

Enhancement Strategies for Resumes in the Bangladesh Job Market

A well-structured resume can make a significant difference when job hunting in the competitive job market of Bangladesh. The resume needs to be concise, informative, and visually appealing to stand out amongst the numerous job applications that employers receive. Here are some practical tips to improve your resume specifically for the Bangladesh job market:

  • Make it concise and relevant: Employers in Bangladesh prefer a resume that is both concise and relevant. The resume should not exceed two pages and should only include information that is relevant to the job you are applying for. ‍
  • Use formal language: The official language of business and administration in Bangladesh is English. Therefore, it is important to write your resume in English and use a formal tone throughout. ‍
  • Highlight your tech skills: With the rise of the ICT sector in Bangladesh, it is beneficial to highlight your technical skills, such as proficiency in Microsoft Office, Adobe Creative Suite, or any programming languages. ‍
  • Mention your language skills: Multilingual candidates are often preferred in the Bangladesh job market. Apart from Bangla and English, if you are proficient in any other language, be sure to mention it. ‍
  • Include a personal profile: A personal profile or summary at the top of your resume helps recruiters to get a quick understanding of your skills and experiences. Make sure it aligns with the job description and company culture. ‍
  • Localize your qualifications: If you have studied abroad, it's essential to localize your qualifications. Research the equivalent degrees in the Bangladesh education system and mention them in your resume. ‍
  • Highlight any relevant experience: If you have any experience relevant to the job you are applying for, whether it's from internships, part-time jobs, or full-time employment, highlight it in your resume. ‍
  • Do not forget to include references: Employers in Bangladesh often prefer to have a reference they can contact to validate your skills and experiences. Make sure to include references from your previous employers or academic advisors. ‍

bangladesh country

Understanding the Importance of Cover Letters in the Bangladesh Job Market

Enclosing a cover letter with your resume while applying for a job in Bangladesh is of paramount importance for several reasons. Firstly, a well-crafted cover letter can distinguish you from other candidates by showcasing your personality and motivation for the job. Secondly, it provides an opportunity to explain, in your own words, why you are the best fit for the position, highlighting skills and experiences that may not be obvious in your resume. Thirdly, a cover letter demonstrates your communication and writing skills, which are highly valued in the professional world. Lastly, it shows your sincere interest in the role and the company, which can significantly increase your chances of getting an interview.

Preparing for Job Interviews in Bangladesh: A Comprehensive Guide

Job interviews are a crucial part of the hiring process as they provide an opportunity for both the employer and the candidate to gauge if they are a good fit for each other. This is especially true in Bangladesh where the job market is highly competitive. Therefore, it is essential to prepare adequately for a job interview to increase your chances of getting hired. Here are some tips on what to do and what NOT to do when preparing for a job interviews in Bangladesh:

✅ What to do:

  • Research the company: Understand the company's mission, vision, products or services, industry position and culture. This will show that you are genuinely interested in working for them and not just looking for any job.
  • Understand the job role: Go through the job description thoroughly and understand what is expected of you. This will help you prepare answers related to your skills, experiences and how you can contribute to the role.
  • Prepare for common interview questions: Practice answers to common interview questions. This will help you to articulate your thoughts clearly and confidently.
  • Dress appropriately: In Bangladesh, it is important to dress professionally for a job interview. Make sure your clothes are clean, ironed and suitable for the company culture.
  • Arrive early: Plan your journey and arrive at least 15 minutes before the scheduled interview time. This will give you time to relax and compose yourself before the interview. ‍

❌ What NOT to do:

  • Don't be unprepared: Never go to an interview without preparing. This will make you appear uninterested and unprofessional.
  • Avoid negative body language: Be mindful of your body language. Slouching, not maintaining eye contact, or fidgeting can give off a negative impression.
  • Don't speak ill of your previous employers: Even if you had a negative experience, it's important to maintain professionalism and focus on what you learned from the experience.
  • Don't lie or exaggerate: Always be honest about your skills, experiences and qualifications. If found to be lying, it could result in immediate disqualification.
  • Avoid being late: It's crucial to respect the interviewer's time. Being late can create an impression of being irresponsible or unreliable. ‍

Best Practices for Job Applications in Bangladesh

When applying for a job in Bangladesh, it is essential to prepare a well-structured CV and a compelling cover letter to increase your chances of success. A good CV should be concise, well-organized, and tailored to the specific job you're applying for. It should include your personal details, educational background, work experience, skills, and references. Avoid any misleading information, as it can lead to disqualification.

A cover letter, on the other hand, is your chance to express your interest in the job and explain why you're the best fit for the role. It should be personalized to the company and role, showcasing your understanding of the company's goals and how your skills and experience align with them. A well-written cover letter can set you apart from other candidates and grab the attention of the hiring manager.

Lastly, never underestimate the importance of job interviews. This is where you can demonstrate your soft skills, such as communication, problem-solving, and leadership, which are often highly valued by employers. Preparation is key to succeeding in job interviews. Do your research about the company and the role, prepare answers for common interview questions, and practice your responses. Remember to dress appropriately and arrive on time for your interview. A positive attitude and confidence can also go a long way in making a good impression.

Create your resume with the best templates

resume writing in bangladesh

Frequently Asked Questions on Job Application and Resume Writing for the Bangladesh Job Market

When writing a CV for a job in Bangladesh, you should include your personal information (name, contact number, and address), career objective, educational qualifications, work experience, skills, and references. It's crucial to mention your National ID number (NID), as it's a common requirement in Bangladesh. It is also advised to mention your proficiency in Bangla and English languages, as most companies require employees to be bilingual.

In Bangladesh, a CV should be clear, concise, and professionally formatted. Begin with your personal information followed by your career objective. Next, list your educational qualifications starting from the most recent. Then, detail your work experience, again starting with the most recent. Include any skills or certifications relevant to the job you're applying for. References are usually listed at the end. The CV should be typed in a professional font, such as Times New Roman or Arial, and the length should not exceed two pages.

The job application process in Bangladesh typically starts with finding a job advertisement, which are commonly found on job portals, newspapers, and company websites. Once you find a job that fits your skills and qualifications, you submit your CV and cover letter either through email or the job portal. Some companies may require you to fill out an application form instead of or in addition to sending a CV. If shortlisted, you'll be called for a job interview and possibly a written test. The process may vary depending on the company and the nature of the job.

What’s a Rich Text element?

The rich text element allows you to create and format headings, paragraphs, blockquotes, images, and video all in one place instead of having to add and format them individually. Just double-click and easily create content.

Static and dynamic content editing

A rich text element can be used with static or dynamic content. For static content, just drop it into any page and begin editing. For dynamic content, add a rich text field to any collection and then connect a rich text element to that field in the settings panel. Voila!

How to customize formatting for each rich text

Headings, paragraphs, blockquotes, figures, images, and figure captions can all be styled after a class is added to the rich text element using the "When inside of" nested selector system.

Create your resume in 15 minutes

Our free collection of expertly designed cover letter templates will help you stand out from the crowd and get one step closer to your dream job.

resume writing in bangladesh

Sample letters to download

resume writing in bangladesh

Cover Letter

Advice for getting a job, instructions.

IMAGES

  1. Best Cv Format In Bangladesh

    resume writing in bangladesh

  2. Cv For Bangladeshi Student / Cv Writing Services Bangladesh 8 Job

    resume writing in bangladesh

  3. Cv Template Bangladesh

    resume writing in bangladesh

  4. Cv For Bangladesh / CV Format BD

    resume writing in bangladesh

  5. Cv For Bangladesh

    resume writing in bangladesh

  6. Cv Sample Bangladesh Pdf

    resume writing in bangladesh

VIDEO

  1. Hand writing ' Bangladesh / drawing flag 😊😘😍 #handwork #artwork #shorts #viral #bangladesh #drawing

  2. Resume Writing (কিভাবে ভালো রেজুমি লিখতে হয়?)

  3. How to write cv, resume for Canada jobs bangla/ কানাডার চাকরির জন্য কীভাবে সিভি লিখবেন

  4. How to Write a Career Objective in Resume । Career Objective in Bangla

  5. Necessary section at CV । 2 minutes skill desk

  6. How to create Govt Job Bangla CV/ Biodata/ Resume/ Application and CV in MS Word । জীবন বৃত্তান্ত

COMMENTS

  1. CV Writing In Bangladesh

    Amrito is a professional career coach, CV writer with good knowledge of soft skills. He also works on valuable projects in Bangladesh. He is a smart person, with a very positive attitude. He is very pleasant and easy to work with him. He is an inspiration because of his passion to strive for the best.

  2. Mastering CV Writing and Job Application Process in Bangladesh

    Essential Resume Phrases for the Bangladesh Job Market and Their Translations. In this section, you will find a list of useful terms related to writing a resume for the Bangladesh job market. These terms have been translated into Bangla, the official language of Bangladesh, to aid your understanding and application in the local context.